গলায় সবজির মালা পড়ে, থালা বাজিয়ে অভিনব প্রতিবাদ কংগ্রেসের, কটাক্ষ মন্ত্রীর
অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ
বেঙ্গল মিরর দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ বাজারে গিয়ে মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের। কারণ শাকসবজির দাম আকাশ ছোঁয়া। এরই প্রতিবাদে এবার আলু, উচ্ছে, পটল, পেঁয়াজের মালা পড়ে আর থালা বাজিয়ে রাস্তায় নামল কংগ্রেস। রবিবার সকালে দুর্গাপুরের বেনাচিতি বাজার জুড়ে এই অভিনব প্রতিবাদ চলে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী।
এই বিক্ষোভ থেকে কংগ্রেসের কর্মী সমর্থকরা অভিযোগ তোলেন, দুর্নীতিগ্রস্ত মজুদদারদের কারণেই প্রতিনিয়ত বেড়ে চলেছে শাকসবজির দাম। জেলা সভাপতি বলেন, মজুদদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছে না রাজ্য ও কেন্দ্রীয় সরকার।টাস্ক ফোর্স ঘুমিয়ে আছে। দ্রুত সবজির দাম কমানো না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি ।
এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, সাঁইদের হত্যাকারীদের সাথে গলা মিলিয়ে আজ ওরাও ( কংগ্রেস) সাইনবোর্ড হতে চলেছে। তাই এখন সাইনবোর্ড নিয়ে রাস্তায় নেমেছে। রাজ্য সরকারের টাস্ক ফোর্স গোটা রাজ্য জুড়ে শাকসবজির দাম কমাতে কি পদক্ষেপ নিচ্ছে ও রাজ্য সরকার কি করছে, সেটা মানুষেরা দেখতে পাচ্ছে।