RANIGANJ-JAMURIA

গুজবে কান দেবেন না, পুলিশকে খবর দিন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : বাচ্চা ধরাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে গণপিটুনি চলছে এবং বিভিন্ন সাধারন মানুষ থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি অকারণে গনধোলাই এর শিকার হচ্ছে এই বিষয়কে সামনে রেখে আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া অডিটরিয়ামে এক সভার আয়োজন করা হয়।


এই বৈঠকে উপস্থিত ছিলেন রাণীগঞ্জ থানার জামুড়িয়া থানার সার্কেল ইন্সপেক্টর সুশান্ত চ্যাটার্জী, জামুড়িয়া থানার এস আই সুভাষ বন্দোপাধ্যায়,জামুড়িয়া পঞ্চায়েতে সমিতির সভাপতি ইন্দিরা বাধ্যকর, বোরো ১ চেয়ারম্যান শেখ শান্দার , কেন্দা ফাঁড়ির ইনচার্জ সুকান্ত দাস,শ্রীপুর ফাঁড়ির ইনচার্জ মেঘনাদ মন্ডল, চুরুলিয়া ফাঁড়ির ইনচার্জ শীতল নাগ,মেয়র পরিষদ সুব্রত অধিকারী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা পুতুল ব্যানার্জি, জামুড়িয়া  পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং জামুড়িয়া বোরো ১ এর কাউন্সিলরা সহ জামুড়িয়ার আটটি অঞ্চলের অঞ্চল সভাপতি , জামুড়িয়া প্রধান, উপ – প্রধানরা এছাড়াও জামুড়িয়া এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ।


বিগত চার পাঁচ মাস থেকে দেখা যাচ্ছে বাচ্চা ধরা নিয়ে বিভিন্ন জায়গায় গুজব ছড়িয়ে পড়েছে আবার কখনো দেখা যাচ্ছে কোন সাধারণ মানুষ এমনকি মানসিক ভারসাম্য ব্যক্তি গণধোলাইয়ের শিকার হচ্ছে এই বিষয়কে সামনে রেখে এলাকার মানুষদের সাথে একটি বৈঠক করা হয় আসানসোল দুর্গাপুর জামুরিয়া থানার পক্ষ থেকে। যেখানে সার্কেল ইন্সপেক্টর সুশান্ত চ্যাটার্জী বলেন এই যে গুজব ছড়িয়েছে এই গুজবে কান দেওয়া যাবে না এমনকি কোন সন্দেহ ভজন ব্যক্তিকে গণধোলাই করা যাবে না আর নিজের আইনকে হাতে নেওয়া যাবে না স্থানীয় পুলিশ প্রশাসনকে ব্যাপারটা জানাতে হবে। প্রশাসন তার ব্যবস্থা নেবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *