RANIGANJ-JAMURIA

গুজব ছড়ানো নিয়ে পুলিশের কড়া হুঁশিয়ারি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : দিকে দিকে হুঁশিয়ারি দিয়ে চলল প্রচার অভিযান। রানীগঞ্জ থানার বেশ কয়েকটি এলাকাতে গত কয়েকদিনে ছেলে ধরার গুজব নিয়ে হঠাৎ হঠাৎ করে চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার সেই সকল বিষয়কে লক্ষ্য করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ, বল্লভপুর ফাঁড়ির পুলিশ, তার সাথেই নিমচা ও পাঞ্জাবি মোড় ফাঁড়ি পুলিশ। এলাকার পাড়ায় মহল্লায় ও প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চলছে টানা প্রচার অভিযান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলকেই সচেতন করতে মাইকে করে  প্রচার চালায় তারা।

এদিন বিভিন্ন বিষয়কে তুলে ধরে, ছেলে ধরার গুজব ছড়ানোর জন্য কি ধরনের কঠোর শাস্তি  দেওয়া হবে  তার কথা তুলে ধরেন প্রচার চালায় পুলিশ প্রশাসন। একই সাথে জানানো হয় এই সকল গুজব ছড়িয়ে পড়ার কারণে অনেক সাধারণ মানুষ হয়রানি শিকার হচ্ছে যা অবিলম্বে বন্ধ করার জন্য সকলকেই সচেতন থাকতে হবে। আর এ সকল বিষয়ের সাথে তারা জানিয়ে দেন কোথাও কোনো বিষয়ে কিছুই সন্দেহ হলে অবিলম্বে পুলিশ প্রশাসনের কাছে সে সম্পর্কে খবর দিতে হবে । কোনমতেই আইনকে হাতে তুলে নেওয়া যাবে না বলেই কড়া নির্দেশ দেন প্রশাসন। এখন দেখার এ সকল নির্দেশিকা জারির পরও কতটাই সচেতন হয় সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *