চিত্তরঞ্জনে চলল বুলডোজার, ভেঙ্গে ফেলা হলো ৩১টি বাড়ি
বেঙ্গল মিরর, কাজল মিত্র:- আবারো উচ্ছেদ চিত্তরঞ্জন শহরে।এবার ৩১টি ছোট বড় ঝুপড়ি বাড়ি ভেঙ্গে ফেলা হলো।দীর্ঘকাল ধরে ঝুপড়ি বানিয়ে ৩১টি পরিবার বসবাস করতো।আজ সকাল থেকেই চিত্তরঞ্জন কেন্দ্রীয় বিদ্যালয় সংলগ্ন সম্পূর্ণ বস্তি উচ্ছেদ করার অভিযানে নেমেছে রেল।আরপিএফ-এর কড়া নজরদারিতে কোনরকম প্রতিরোধ ছাড়াই একের পর এক বাড়ি ঝুপড়ি জেসিবি দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে।তবে এই উচ্ছেদ অভিযান যে করা হবে সেই বিজ্ঞপ্তি জুন মাসের ১৭ই তারিখে জারি করা হয়েছিল এবং বলে দেওয়া হয়েছিল ১৮ই জুলাইয়ের মধ্যে উঠে না গেলে একতরফা ভাবে রেল কর্তৃপক্ষ এইসব কাঠামো ভেঙে ফেলবেন।সেইমত আজ উচ্ছেদ অভিযান চালানো হয় চিত্তরঞ্জন রেলের তরফে।




যারা এই বাড়িতে থাকতো এদের মধ্যে কেউ রিকশা চালক, বাড়ির মহিলারা আশেপাশের আবাসনে পরিচারিকার কাজ করে,ছেলেমেয়েদের স্কুলে পড়াশোনা করাচ্ছিলেন। এখন ঘরহীন হয়ে কোথায় ঠাঁই পাবেন সেই চিন্তাতেই অস্থির হয়ে উঠেছেন তারা।