খনি গর্ভে শ্রমিকের মৃত্যু, নিয়োগ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : খনি গর্ভে অসুস্থ হয়ে মৃত্যু হল এক শ্রমিকের । মৃত শ্রমিকের নাম শেখ শফিক । বুধবার রাতে ঘটনাটি ঘটে ই সি এল এর পাণ্ডবেশ্বর কোলিয়ারিতে ।
বুধবার রাত দশটা নাগাদ ইসিএল এর পাণ্ডবেশ্বর কোলিয়ারির খনি গর্ভে কাজ করার সময় হঠাৎই অসুস্থ বোধ করেন শেখ শফিক (৫১) নামে এক শ্রমিক । সহকর্মীরা দ্রুত তাকে খনি গর্ভ থেকে উপরে তুলে আনেন । কোলিয়ারি নিজস্ব হাসপাতালে নিয়ে গেলে সেখানে শেখ শফিককে মৃত বলে ঘোষণা করা হয় ।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/07/screenshot_2024_0718_134030533958343544526231-500x305.jpg)
এরপর খনি চত্বরে মৃতদেহ রেখে মৃত শ্রমিকের পরিবারের একজনকে চাকরিতে নিয়োগ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান সহকর্মীরা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে মৃত শ্রমিকের পরিবারের সদস্যরা । বিক্ষোভ চলে গভীর রাত পর্যন্ত । এরপর কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে উঠে যায় বিক্ষোভ । আজ বৃহস্পতিবার মৃত শ্রমিকের পোস্টমর্টেম হবে বলে পরিবার সূত্রে জানা যায় ।