চন্দ্রচূড় মন্দির চত্বরে আসানসোল মহিলা উদ্যোগের পক্ষ থেকে পানীয় জল ট্যাংকের উদ্বোধন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : চন্দ্রচূড় মন্দির চত্বরে আসানসোল মহিলা উদ্যোগের পক্ষ থেকে শনিবার একটি পানীয় জল ট্যাংকের উদ্বোধন করা হয়। আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সোমাত্মানন্দজি মহারাজ এর উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে সমাজসেবী সুদেষ্ণা ঘটকের পাশাপাশি সুদীপ্তা তলাপাত্র, মৈত্রেয়ী ভট্টাচার্য গাঙ্গুলী, সুবর্ণা রায়, প্রতিমা লায়েক, রুনা দত্ত রায়, রীনা সেনগুপ্ত, তাপসী মৈত্র প্রমুখ উপস্থিত ছিলেন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/07/img-20240720-wa01383181739626090990554-500x225.jpg)
সমাজসেবী সুদেষ্ণা ঘটক আজ এই তথ্য জানিয়ে বলেন যে আসানসোল মহিলা উদ্যোগের পক্ষ থেকে এখানে আসানসোল মহিলা উদ্যোগ দ্বারা একটি জলাশয়ের উদ্বোধন করা হয়েছে। এই মন্দিরে হাজার হাজার ভক্তরা আসেন এবং তাদের সুবিধার জন্য এই জলের ট্যাংক তৈরি করা হয়েছে । পাশাপাশি তিনি আরো বলেন যে আসানসোল মহিলা উদ্যোগ নিরন্তর এই ধরনের সামাজিক কাজ করে থাকে। বস্ত্র দান, কম্বল দান ইত্যাদির মতো কর্মসূচি ছাড়াও রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। এমনকি যখন আম্ফানের মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটে বা করোনার মতো মহামারী ছড়িয়ে পড়ে, তখনও আসানসোল মহিলা উদ্যোগ নিজেদেরকে নিয়োজিত মানুষের সেবায় করেছিল । তিনি বলেন, আম্ফানের সময়ে সুন্দরবনেও একইরকম কাজ করা হয়। এছাড়া আসানসোল মহিলা উদ্যোগ সবসময় সামাজিক কাজে লিপ্ত থাকে।
- गुलाम सरवर की आवाज को नहीं होने दूंगा खामोश : जीतू सिंह
- BGBS 2025 : Durgapur एयरपोर्ट में JSW ग्रुप करेगा निवेश
- আসানসোলে পুকুর ভরাটের অভিযোগ, বিরোধীতায় বিক্ষোভ মিছিল, ডিএলএন্ডএলআরওকে স্মারকলিপি গ্রাম উন্নয়ন সমিতির
- Asansol : अतिक्रमण हटाने में छूट रहे रेलवे के पसीने, फिर बैरंग लौटी टीम
- আসানসোলে ইসিএলের আবাসন থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার