ASANSOL

মহিলাদের স্বনির্ভর করতে সচেতনতামূলক অনুষ্ঠান

বেঙ্গল মিরর, কাজল মিত্র: অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনুমোদিত কালী পাথর নবজীবন সেবা সংস্থার সহযোগিতায় ও এমএস এম ই ক্ষুদ্র ও মাঝারি মন্ত্রণালয় এর উদ্যোগে একটি সচেতনতা মুলক কর্মসূচির আয়োজন করা হয় কালিপাথর নবজিবন সমিতির কার্যালয়ে ।এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলা ও পুরুষ অংশগ্রহণ করেন। যাদেরকে তাদের ব্যবসার উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার দক্ষতা প্রদান করা হয়।

এদিন সংগঠনের তরফে অবধেশ কুমার ঠাকুর জানান, অনুষ্ঠানে এমএসএমই-এর ডিরেক্টর, ইউসিও ব্যাঙ্কের জোনাল ম্যানেজার, সালানপুর বিডিও-সহ একাধিক আধিকারিক এই অনুষ্ঠানে উপস্থিত থেকে  মহিলাদের  তথ্য প্রদান করেন। সালানপুর ব্লকে  মহিলাদের সাবলম্বী গড়ে তুলতে এই অনুষ্ঠানের আয়োজন।তিনি জানান আমাদের সংস্থায় প্রায় শতাধিক মহিলা বিউটিশিয়ান, সেলাই ,ও হস্ত শিল্প
বিভিন্ন ধরনের কাজ এর প্রশিক্ষন নিয়ে সাবলম্বী হয়েছে ।এদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন অতিথি ছাড়াও সংস্থার এইচ এর হেড সোনু দাস উপস্থিত ছিলেন ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *