পশ্চিমবঙ্গ হিন্দিভাষী সমাজের রানিগঞ্জ আঞ্চলিক কমিটির প্রথম সম্মেলন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :: পশ্চিমবঙ্গ হিন্দিভাষী সমাজের রানিগঞ্জ আঞ্চলিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল শিশুবাগান নজরুল মঞ্চে। রবিবার পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক অশোক সিং। সম্মেলনের উদ্বোধন করেন, প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। ৮০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ১১ জন আলোচনা করেন।




আলোচকেরা বলেন, হিন্দিভাষীদের অর্জিত অধিকার বজায় রাখার সাথে সাথে অন্য ভাষাভাষী মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলবে। কয়লাঞ্চলে হিন্দিভাষীদের সংস্কৃতিচর্চা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
সম্মেলন মঞ্চ থেকে এন.কে সিনহা কে সভাপতি ও জীতেন্দ্রনাথ উপাধ্যায়কে সভাপতি করে ২৫ জনের কমিটি গঠন হয়।