আসানসোলে জনসংযোগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, করলেন বৃক্ষরোপণ, বসলেন চা চক্রে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ দলের নির্দিষ্ট করে দেওয়া কর্মসূচিতে অংশ নেওয়ার পরে নিজের মতো করে রবিবার সকালে জনসংযোগ সারলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি এদিন সকালে প্রথমে আসানসোল শহরের জিটি রোডের রেলওয়ে চিলড্রেন পার্কে বৃক্ষরোপণ করেন। সেখানে তিনি দলের নেতা ও কর্মীদের সঙ্গে শরীর চর্চা করেন। এর পরে তিনি রবীন্দ্র ভবনের সামনে চা চক্রে অংশ নেন।




তার সঙ্গে এই দুই কর্মসূচীতে তার সঙ্গে ছিলেন আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জেলা সম্পাদক অভিজিৎ রায়, প্রশান্ত চক্রবর্তী।
তবে তিনি এই দুই জায়গায় সংবাদ মাধ্যমের সঙ্গে কোন কথা বলেননি।
প্রসঙ্গতঃ, দিলীপ ঘোষ শনিবার বিকেলে আসানসোল শহরের জিটি রোডে সিটি বাসস্ট্যান্ডের দলের ওবিসি মোর্চার তাকে গণতন্ত্র হত্যা দিবস পালনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
- सीसीटीवी फुटेज से पकड़ाए 2 बाइक चोर, 5 बाइक बरामद
- Lions Club दुर्गापुर का स्थापना समारोह, अध्यक्ष राकेश भट्टड़ समेत 40 सदस्यों ने ली शपथ
- বালি বোঝাই তিনটি ট্রাক আটক, ৩ লক্ষ টাকা ফাইন আদায় বিএলআরও দপ্তরের
- বিদ্যুৎ বিভ্রাট পথ অবরোধ করে বিক্ষোভ, ক্ষুব্ধ গ্রামবাসীদের
- এক বাইকের খোঁজে ৫ বাইক উদ্ধার, দুর্বল লক চোরেদের টার্গেট