জাতীয় সড়কের মাঝে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারলো তুষ বোঝাই লরি
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: জাতীয় সড়কের মাঝে রাস্তায় বিকল গাড়ির জেরে ঘটলো দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা ১২ চাকা লরির পেছনে ধাক্কা মারলো তুষ বোঝাই দশ চাকার লরি। সোমবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি সামগ্রী বোঝাই ১২ চাকার লরির পেছনে অপর এক দশ চাকা লরি ধাক্কা মারলে, দ্রুতগতির লরি কেবিন চেপ্টে যায়।




এই ঘটনায়, লরির মধ্যে থাকা গাড়ির চালক কেবিনের মধ্যে চাপা পড়ে হয় গুরুতর আহত। সোমবার সকাল চারটে নাগাদ জামুড়িয়া থানার, শ্রীপুর ফাঁড়ি এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কের, চাঁদা ও বোগড়ার মাঝে কালী মন্দিরের সামনে, ঘটে এই ঘটনা। জানা গেছে তুষ বোঝাই ওই লরিটি উত্তর প্রদেশ থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল, তারি মাঝে ঘটে এই ঘটনা।
অপরদিকে যে বিকল হয়ে থাকা লরিটি রাস্তার মাঝে দাঁড়িয়ে ছিল, সেই গাড়ির ড্রাইভার খালাসি গাড়ি ছেড়ে চম্পট দেয়। এদিন ভোর সকালেই ঘটা এই ঘটনার খবর, জামুড়িয়া থানার, শ্রীপুর ফাঁড়ির পুলিশ, ট্রাফিক পুলিশ ও জাতীয় সড়কের উদ্ধারকারী দল, ঘটনার খবর পাওয়ার পরপরই তারা দ্রুত ঘটনার ফলে পৌঁছে, ওই লরির মধ্যে আটকে থাকা গাড়ির চালককে, দুটি ক্রেনের মাধ্যমে, প্রায় দু’ঘন্টার প্রচেষ্টায়, যুদ্ধকালীন তৎপরতায় চালক কে কেবিন থেকে উদ্ধার করে, গুরুতর আহত ওই গাড়ির চালককে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়, এই ঘটনায় গাড়ির খালাসী ও অল্পবিস্তর আহত হয়।
সেখানে দুর্ঘটনাগ্রস্ত ওই লরিটি উদ্ধার করে ও রাস্তার মাঝে বিকল হয়ে থাকা লরিটিকে সরিয়ে দিয়ে অবরুদ্ধ হয়ে থাকা ১৯ নম্বর জাতীয় সড়ক যানজট মুক্ত করে পুলিশ। এই ঘটনায় দীর্ঘক্ষণ জাতীয় সড়কে আটকে পড়ে বহু যানবাহন। পরে পুলিশ পৌঁছে গাড়িগুলিকে অন্য লেন দিয়ে সরিয়ে রাস্তার যানজট মুক্ত করে।