PANDESWAR-ANDAL

বিকল বয়লার ইঞ্জিন, খনিতে প্রায় তিন ঘন্টা  আটকে রইল ১২০ জন শ্রমিক

বেঙ্গল মিরর,  সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : কোলিয়ারিতে ডুলি উঠা নামা যে যন্ত্রের সাহায্যে করে সেই বয়লার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় প্রায় তিন ঘন্টা খনির নিচে আটকে রইল ১২০ জন শ্রমিক । মঙ্গলবার ঘটনাটি ঘটে ইসিএল এর কেন্দা এরিয়ার ছোড়া ৭/৯ কোলিয়ারিতে ।
মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ইসিএলের কেন্দা এরিয়ার ছোড়া ৭/৯ কোলিয়ারিতে ব্রয়লার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় খনির নিচে দীর্ঘ কয়েক ঘন্টা আটকে রইল ১২০ জন শ্রমিক ।

কোলিয়ারি সূত্রে খবর এই কোলিয়ারিতে ডুলি ওঠা নামা করে বয়লার বয়লার ইঞ্জিনের সাহায্যে । এদিন দুপুর দুটো নাগাদ ইঞ্জিনটি বিকল হয়ে যায় । ফলে বন্ধ হয়ে যাই খনি গর্ভ থেকে উপরে ওঠা নামার প্রক্রিয়া । ঘটনায় আতঙ্ক ছড়াই খনির নিচে আটকে থাকা শ্রমিকদের মধ্যে । ডুলি বিকল হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে খনি চত্বরে ভিড় জমান আটকে থাকা শ্রমিক পরিবারের লোকজন । দ্রুত শুরু হয় বিকল ইঞ্জিনটি সচল করার কাজ । সন্ধে ছটা নাগাদ ইঞ্জিনটি ফের চালু হয় । তারপরেই খনির নিচে আটকে থাকা শ্রমিকদের একে একে ওপরে নিয়ে আসা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *