আসানসোল পুরনিগমের কমিশনারকে অতিরিক্ত দায়িত্ব আড্ডার সিইওর
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আইএএস রাজু মিশ্রকে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সিইও দায়িত্ব দেওয়া হলো। আসানসোল পুরনিগমের কমিশনার পদে আছেন রাজু মিশ্র। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কার্যনির্বাহী আধিকারিক অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।




লোকসভা নির্বাচনের সময় আড্ডার সিইওকে বসিরহাটের এডিএম পদে বদলি করা হয়। এরপর থেকে ঐ পদটি শূন্য ছিল। এরপর মঙ্গলবার রাজ্য সরকারের আসানসোল পুরনিগমের রাজু মিশ্রকে এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ।