বেঙ্গল মিরর সম্মানিত করল চিকিৎসকদের
বেঙ্গল মিরর, আসানসোল: ডক্টরস ডে উপলক্ষ্যে বেঙ্গল মিররের টিম চিকিৎসকদের সম্মানিত করল যাদের পৃথিবীতে ঈশ্বর বলা হয়। বেঙ্গল মিরর টিম শিল্পাঞ্চলের কিছু ডাক্তারকে তাদের সীমিত ক্ষমতার জন্য সম্মানিত করেছে। আগামী দিনে আরো অন্যান্য চিকিৎসকদের সম্মানিত করবে। বেঙ্গল মিররের তরফে হেলথওয়ার্ল্ড হাসপাতালের চেয়ারম্যান ডাঃ অরুণাংশু গাঙ্গুলি, আসানসোল জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ নিখিল চন্দ্র দাস, ইএসআই হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা: অতনু ভদ্র, “নিউরন” ক্লিনিক এর প্রধান এবং স্নায়ুরোগ বিশেষজ্ঞ নিউরোসার্জন ডাঃ সোহাগ বোস, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রবীণ রায়, অর্থোপেডিক সার্জন ডাঃ নির্ঝর মাজি, ইসিএল এর মিডিসিন বিভাগের হেড অফ দি ডিপার্টমেন্ট মেডিকেল অফিসার ডাঃ সত্রজিৎ রায়, ডেন্টাল সার্জন ডাঃ ইন্দ্রনীল ব্যানার্জী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ ইন্দ্রদীপ ব্যানার্জীকে সম্মানিত করা হয়।
ডক্টরস ডে উপলক্ষে বেঙ্গল মিররের এই ক্ষুদ্র প্রয়াস। আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতায় আমরা আশা করি। আমাদের টিম, তার সীমিত ক্ষমতার মধ্যে, কিছু ডাক্তারকে সম্মানিত করেছে। ভবিষ্যতে সীমিত ক্ষমতার মধ্যে প্রত্যেককেই সম্মানিত করার প্রয়াস অব্যাহত থাকবে। সমাজের সমস্ত চিকিৎসকই সম্মানিত ব্যক্তিত্ব। সমাজে চিকিৎসকদের ঈশ্বরের মর্যাদা দেওয়া হয়।