ASANSOL

শাক সবজির দাম খতিয়ে দেখতে আসানসোল বাজারে জেলাশাসক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ নজরদারি চলছে। সঙ্গে চলছে কড়া হুঁশিয়ারি। তারপরেও আলু সহ অন্য নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম এখনো আকাশছোঁয়া বলে অভিযোগ সাধারণ মানুষের।
এরইমধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে শাকসবজি দাম নিজের মতো করে যাচাই করতে আসানসোলের মেন বাজারে অভিযান চালালেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম। তার সঙ্গে ছিলেন আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস, এসিপি ( সেন্ট্রাল) বিশ্বজিৎ নস্কর, আসানসোল দূর্গাপুর পুলিশের ইবি বা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, এগ্রি মার্কেটিং, লিগ্যাল মেট্রোলজি সহ জেলা টাস্ক ফোর্সের সদস্য আধিকারিকরা।

জেলাশাসক বেশ কিছুক্ষন ধরে হোলসেল ও খুচরো বাজারে বিক্রেতার সঙ্গে কথা বলেন। বিশেষ করে তিনি আলুর আড়তদারদের সঙ্গে দামের কথা জানতে চান। তাদেরকে জেলাশাসক দাম নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। অহেতুক দাম না বাড়ানোর জন্য বলা হয়েছে।


পরে জেলাশাসক তথা জেলা টাস্ক ফোর্সের চেয়ারম্যান বলেন, আসানসোল বাজারের হোলসেল ও খুচরো বাজার ঘুরে দেখেছি। কথা বলেছি সবার সঙ্গে। কত দামে কিনে কত দামে তা বিক্রি করা হচ্ছে, তা জেনেছি। বিশেষ করে আলুর দাম খতিয়ে দেখা হয়েছে। কিছু ক্ষেত্রে অংগতি পাওয়ায়, সেইসব দোকান মালিকদের নাম নেওয়া হয়েছে। টাস্ক ফোর্সের অভিযানের পরে দাম আবার বেড়ে যাচ্ছে, এমন অভিযোগ সাধারণ ক্রেতাদের। এর উত্তরে জেলাশাসক বলেন, এমনটা যাতে না হয়, তা দেখা হচ্ছে। খবর পেলেই আধিকারিকরা ছুটে যাচ্ছেন।

তিনি আরো বলেন, শুধু আসানসোল বাজার নয় জেলার সব শহর ও গ্রামের বাজারে অভিযান চালানো হয়েছে ও আগামী দিনে তা চলবে।
প্রসঙ্গতঃ, এর আগে আসানসোলের মহকুমাশাসক (সদর) আসানসোল ও বার্ণপুরের একাধিক বাজারে টাস্ক ফোর্সের সদস্যদেরকে নিয়ে অভিযান চালিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *