BARABANI-SALANPUR-CHITTARANJAN

চিত্তরঞ্জন রেল কারখানায় দুর্ঘটনা, ঝলসে গেলো এক কর্মী

বেঙ্গল মিরর,   কাজল মিত্র:-  সিসি ক্যামেরা বসাতে গিয়ে বিদ্যুতের ঝটকায় ঝলসে গেলেন এক কর্মী।ঘটনাটি ঘটে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায়।এই দুর্ঘটনার ফলে আবারও কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।জানা যায় চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার উৎপাদিত রেল ইঞ্জিনে সিসি ক্যামেরা লাগানোর কাজ করছেন একটি বেসরকারি সংস্থার তিন কর্মী।ওখলা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট নিউ দিল্লির এ পাল সফটওয়্যার সিস্টেম প্রাইভেট লিমিটেডের ওই কর্মীরা হরিয়ানা থেকে চিত্তরঞ্জনে এসেছেন বলে জানা গেছে।

এদের মধ্যেই এক কর্মী লোকেশ শর্মা কারখানার ১৯ নম্বর শপে চার্জিং অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ইঞ্জিনে সিসি ক্যামেরা লাগানোর জন্য ইঞ্জিনের ছাদে ওঠেন।সেই সময়ই মাথার উপর উচ্চ ক্ষমতার বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে চলে আসেন লোকেশ এবং মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যায় তিনি।গুরুতর অবস্থায় তাকে চিত্তরঞ্জন কেজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়,সেখান থেকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।তবে চিত্তরঞ্জন রেল কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন তুলে শ্রমিক সংগঠন গুলি।তাতেও টের নেই রেল কর্তৃপক্ষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *