স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির ঘটনাটি
সালানপুর থানার অন্তর্গত সামডি ক্যাম্প এলাকার এক পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঘটনার বিবরনে জানা গেছে, সামডি পঞ্চায়েত এর অন্তর্গত সামডি থেকে মাদাইচক যাবার রাস্তার উপর নিজেরই বাড়ির সামনেই পুকুরে স্নান করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম নির্মল রুইদাস (৪৫)। সে পেশায় ইসিএল এর শ্রমিক। অন্যান্য দিনের মতো নির্মল তার বাড়ি থেকে বাইরে বেরিয়ে নিজ বাড়ির পাশের একটা জলাশয়ে স্নান করতে যায় দুপুরে।




অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পর বাড়িতে না ফেরাই বাড়ির লোক খোঁজাখুঁজি করলে তারা সেই পুকুরের জলে নির্মলের দেহ ভাসতে দেখে । সাথে সাথে ঘটনাস্থলে সামনে ফাঁড়ির পুলিশ পৌঁছায় এবং
জলের নিচে থেকে বিমলকে উদ্ধার করে আসানসোল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।জানা গেছে, মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।তবে নির্মল তার পরিবারে মা ও স্ত্রী ,সহ দুই মেয়ে ও এক পুত্র কে পেছনে ফেলে জান ।জলে ডুবে ওই খনি শ্রমিকের মৃত্যুর সংবাদে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।