KULTI-BARAKAR

পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, অবরোধ

বেঙ্গল মিরর, কুলটি:  আসানসোলের কুলটি থানার চৌরঙ্গীফাঁড়ির অন্তর্গত লছমনপুর বজরংবলী কাঁটার সামনে ১৯নম্বর যাতীয় সড়কে ঘটে পথ দুর্ঘটনা!!জানা যায় সঞ্জিত মুর্মু (২৪)লছমনপুর গ্রামের বাসিন্দা রাস্তা পারাপার করার সময় দ্রুত গতিতে থাকা একটি চারচাকা গাড়ি ধাক্কা মারে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ঐ যুবক!!ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়!!কতব্যরত চিকিৎসক ঐ যুবক কে মৃত ঘোষণা করে!

জানা যায় আসানসোল দিক থেকে ধানবাদ গামী রাস্তায় ঘটে পথদুর্ঘটনা টি!!যদিও ঐ যুবক কে ধাক্কা মারার পর চারচাকা গাড়িটি আরো একটি মোটরবাইক কে ধাক্কা মারে বলে জানা যায় মোটর বাইকে দুজন ছিলো তাঁদের কেও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়!!যদিও পুলিশ ঘাতক চারচাকা গাড়ি টি আটক করে পুলিশ!!ঘটনার পর প্রায় ৩০মিনিট১৯নম্বর যাতীয় সড়ক লছমনপুর বজরংবলী কাটা সংলগ্ন ধানবাদগামী যাতীয় সড়ক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ !!ঘটনাস্থলে কুলটিথানার চৌরাঙ্গিফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিকগার্ডের পুলিশ!!প্রায় ৩০মিনিট রাস্তা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে রাস্তা অবরোধ উঠে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *