ডেঙ্গু মোকাবিলায় আসানসোল পুরনিগমের পদক্ষেপ, লার্ভা মারতে ছাড়া হবে গাপ্পি মাছ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলার জন্য পুর প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করা হচ্ছে। আসানসোল পুরনিগম এলাকার বিভিন্ন জলাধারে ডেঙ্গু মশার লার্ভা মারার জন্য গাপ্পি মাছ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার আসানসোল পুরনিগমে এক অনুষ্ঠানে এই মাছ বিলি করা হয়। এই অনুষ্ঠানে মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় এবং স্বাস্থ্য দফতরের সমস্ত আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/07/img-20240730-wa00972317492673278198549-500x225.jpg)
এই বিষয়ে ডেপুটি মেয়র সাংবাদিকদের জানান, আসানসোল পুরনিগমের সদর দফতর থেকে এদিন প্রায় ১ লক্ষ গাপ্পি মাছ বিতরণ করা হয়েছে। যা আসানসোল পুরনিগম এলাকার বিভিন্ন স্থায়ী জলাশয়ে ছাড়া হবে যাতে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস হয়। যাতে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যায় পারে। ওয়াসিমুল হক আরো বলেন, আসানসোল পুরনিগম যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা ও পদক্ষেপ নেওয়া হয়েছে। রেল সেইল, ইসিএলের আধিকারিকদের সাথেও কথা বলা হচ্ছে। তাদের নিজেদের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বলা হচ্ছে।