রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে প্রয়াত সাংসদকে স্মরণ করলো বাম সংগঠন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে প্রয়াত সাংসদকে স্মরণ করলো বাম সংগঠন। বৃহস্পতিবার সিপিআইএম জামুরিয়া পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে প্রয়াত প্রাক্তন সাংসদ বিকাশ চৌধুরী স্মরণে, পরিহারপুর বাকশিমুলিয়ায় বিকাশ চৌধুরী নামাঙ্কিত স্মৃতিভবনে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরের সূচনা করেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী।




উপস্থিত ছিলেন জামুরিয়ার সিপিআইএম নেতা তাপস কবি, মনোজ দত্ত পশ্চিমবঙ্গ ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি, কবি ঘোষ প্রমুখ। বাম সংগঠনের দাবি শোষিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকেরা জানান বিকাশ চৌধুরী শোষিত বঞ্চিত মানুষের যথার্থ প্রতিনিধি ছিলেন।
তিনি আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন।তার চিন্তাধারা ও কাজকে বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে । এদিন মোট ৫ জন মহিলা সহ ২৪ জন, এই শিবিরে রক্ত দান করেন। আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকের পক্ষ থেকে এই রক্ত সংগ্রহ করা হয়। এই শিবিরে উদ্যোক্তদের পক্ষ থেকে রক্ত দাতাদের একটি স্মারক সার্টিফিকেট ও একটি চারা গাছ প্রদান করা হয়।