আসানসোল ব্রিজের ওপর থেকে জলের তোড়ে ভেসে গেলো চারচাকা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোল শহর তথা গোটা শিল্পাঞ্চল জুড়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তুমুল বৃষ্টি শুরু হয়। শুক্রবার বিকেলের পরে সেই বৃষ্টি কিছুটা থামে। কিন্তু তারপর সন্ধ্যার পরে আসানসোল শহরে ঘটলো একটি মর্মান্তিক ঘটনা।
আসানসোল শহরের সেনরেল রোড থেকে একটি রাস্তা গেছে কল্যাণপুর হাউজিং এলাকায়। এই রাস্তা গাড়ুই নদীর উপরে রয়েছে একটি ব্রিজ। সেই ব্রিজের ওপর দিয়ে কোমর সমান জল বইছে। এদিন সন্ধ্যায় সেই ব্রিজ পার করছিলো একটি ছোট চারচাকা গাড়ি। সেই গাড়ির চালক সেই ব্রিজের ওপর গাড়ি নিয়ে যেতেই জলের তোড়ে ভেসে যেতে শুরু করে।


চালক চেষ্টা করেন গাড়ি ঘুরিয়ে নিতে। কিন্তু তা ব্যর্থ হয় চালক সহ ব্রিজের ডানদিকে জলের তোড়ে ভেসে চলে যায়। গোটা ঘটনাটি এলাকার এক বাসিন্দা ভিডিও করেন। পরে সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরালও হয়। তাতে শোনা যাচ্ছে, এলাকার বাসিন্দারা গাড়ি চালককে ঐ রাস্তায় যেতে মানা করছেন। পরে যখন গাড়িটি ভেসে যাচ্ছে, তখন দূর থেকে এলাকার বাসিন্দারা চালককে দরজা খুলে বেরিয়ে আসতেও বলছেন। এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ পিপি থানার পুলিশ।
এই ঘটনার দুই প্রতক্ষ্যদর্শী পার্থ দাস ও অসীম ঘোষাল বলেন, এলাকার বাসিন্দারা গাড়ি চালককে ঐ রাস্তায় যেতে মানা করেছিলো। তা না শুনে তিনি চলে যান। তারপর এই ঘটনা। তারা বলেন, গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিলো কিনা বোঝা যায় নি। আমরা চালককেই দেখতে পাই।
এই কল্যানপুর থেকে এই নদী আসানসোলের রেলপারের দিকে গেছে। রাত সাড়ে আটটা পর্যন্ত ঐ গাড়ির কোন খোঁজ মেলেনি। পুলিশ জানায়, গাড়ির খোঁজ করা হচ্ছে।