ASANSOL

প্রবল বৃষ্টিতে জলমগ্ন ৬ নং বরোর ইসমাইল সহ বেশ কিছু ওয়ার্ড, বরো চেয়ারম্যানের উদ্যোগে জলনিকাশির কাজ

পুরসভার হেল্পলাইন নম্বর: ৯০৮৩২৫৪৮৪৮

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়:* বৃহস্পতিবার রাত থেকে টানা প্রবল বৃষ্টিতে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুই শিল্পাঞ্চলের নিচু এলাকাগুলো জলের তলায় চলে গেছে।
আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশে ডেপুটি মেয়র , মেয়র পারিষদ , বরো চেয়ারম্যানদের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর রা তাদের নিজস্ব এলাকায় রয়েছেন এবং জনমগ্ন এলাকাগুলোর পরিস্থিতি নজরে রাখছেন।



আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের ৬ নম্বর চেয়ারম্যান এবং ৮৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাঃ দেবাশীষ সরকার সকাল থেকেই তার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কর্মীদের সঙ্গে পরিদর্শন করেন এবং যে সমস্ত এলাকাগুলি জনমগ্ন রয়েছে সেখানকার বাসিন্দাদের সাথে কথা বলেন। যে পরিবারগুলি সমস্যা রয়েছে তাদের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার আশ্বাস দেন। যে যে জায়গায় দীর্ঘকাল ধরে ড্রেন বা নালা নেই সেই জায়গাগুলিতে যাতে নালা তৈরি করে নিকাশি ব্যবস্থার উন্নতি করা যায় সে বিষয়টিও খতিয়ে দেখেন।

এ বিষয়ে ডাঃ দেবাশীষ সরকারকে ফোন করা হলে তিনি বেঙ্গল মিররকে বলেন, গতকাল থেকে অবিরাম বৃষ্টিপাতের ফলে বেশ কিছু এলাকা যেগুলি নিচু বা লো লাইন এরিয়া সেখানে বিস্তীর্ণ অঞ্চল জলে ডুবে গিয়েছে। গতকাল রাত থেকেই আমি আমার কর্মীদের সাথে ওই এলাকাগুলিতে রয়েছি বৃষ্টি উপেক্ষা করেই। আমাদের পক্ষ থেকে যে সমস্ত ওয়ার্ডে জায়গাগুলি জলমগ্ন রয়েছে সেখানে পাম্প বসিয়ে সেই জল বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ৮৪ নং ওয়ার্ডের কিছু এলাকা যেমন ১০ নং গলি থেকে জলমগ্ন থাকলেও পাম্পের মাধ্যমে জল অন্য এলাকায় ফেলায় সমস্যা দেখা দিয়েছে কারণ পাশের এলাকা সানভিউ পার্ক ইতিমধ্যেই জলমগ্ন রয়েছে। সেক্ষেত্রে জল বের করার অন্য উপায় করা হচ্ছে। আপাতত: মোট  ৭ টি পাম্প জল বের করার কাজ করছে। আরো ৩ টি পাম্প রিজার্ভ রাখা হয়েছে।
আরো সমস্যা হচ্ছে পাম্প করে জেল বের করার সময় অনেক আবর্জনা আটকে গিয়ে মাঝে মধ্যেই বিকল হয়ে যাচ্ছে পাম্প।  ৮২ থেকে ৮৭ নম্বর ওয়ার্ড এর পাশাপাশি  ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল যেমন সরস্বতী পল্লী, টাওয়ার গলি, বেলডাঙ্গা প্রভৃতি এলাকায় যাতে জল না জমে অথবা জমে থাকা জল বের করার জন্য কর্মীদের সাথে রয়েছি।

এছাড়া বরো অফিসে বিপর্যয় মোকাবিলা দপ্তরের একটি টিমও রয়েছে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মোকাবেলা করার জন্য। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গেও নিরন্তর যোগাযোগ করে চলেছি পরিস্থিতির রিপোর্ট দিয়ে যাচ্ছি। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

বস্তুত:, দুপুরের দিকেই মেয়রের উপস্থিতিতে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। হেল্পলাইন নম্বর হল: ৯০৮৩২৫৪৮৪৮.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *