রানীগঞ্জ ও জামুরিয়ার বেশ কয়েকটি এলাকা জলমগ্ন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রাতের থেকে শুরু হওয়া এক নাগাড়ে বৃষ্টি এবার প্রভাব ফেলল শিল্পাঞ্চলের সাথেই খনি অঞ্চলের বিভিন্ন প্রান্তে। আগে থেকেই পূর্বাভাস দেওয়া হয়েছিল টানা তিন দিন বৃষ্টি পড়বে সেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এখন সম্পূর্ণভাবে ফলে উঠলো। ভারতের বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টির জেরে দিকে দিকে প্রাণ হানি ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত শিল্পাঞ্চল কয়লা অঞ্চলে এরকম কোন খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই রানীগঞ্জের বেশ কয়েকটি লো ল্যান্ড এরিয়া জলমগ্ন হয়েছে যার মধ্যে একদিকে যেমন রয়েছে মহাবীর কোলিয়ারির, যাদব পাড়া ডিএভি পাবলিক স্কুল সহ এলাকার বেশ কয়েকটি নিকাশী নালার পাশে অবস্থিত অঞ্চল ও সেখানে থাকা বেশ কিছু বাড়ি ঘরে জল ঢুকে ব্যাপক দুর্ভোগে ফেলেছে মানুষজনদের। সেখানেই রানীগঞ্জ হুসেন নগর এলাকাতেও বর্ষা জলে বেশ কিছু বাড়ি ঘরের চারপাশ জলমগ্ন হয়েছে। একইভাবে গির্জা পাড়া এলাকাতেও যেখান দিয়ে রানীগঞ্জ এলাকার বিস্তীর্ণ অংশের জল যায়, সেই নিকাশী নালার পাশেই অবস্থিত বেশকিছু বাড়িঘর বৃষ্টির জলে জলমগ্ন হয়েছে।
একই রূপ ভাবে রানীগঞ্জের কিসান পল্লী এলাকা বেশ কিছু বাড়িঘর যা লো ল্যান্ডে অবস্থিত সে সকল বাড়িতে এক হাঁটু জল কোথাও বা কোমর অব্দি জল উঠে গেছে। শুধু খনি অঞ্চলের রানীগঞ্জ শহরে নয় একইভাবে অন্ডালের পাশেই যেকের ওপের ধারে অবস্থিত বেশ কিছু এলাকা জলমগ্ন হয়েছে যার মধ্যে রয়েছে চকরামবাটি এখানের মন্দির সংলগ্ন অংশে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। বৃষ্টির জলে ডুবে গেছে সিদুলির থেকে কাজোড়া যাওয়ার রাস্তা একই রূপভাবে অন্ডালের বেশ কয়েকটি অংশ যার পাশ দিয়ে সিঙ্গার নদী গিয়েছে তার আশেপাশেও জল উপচে পড়ে প্রভাবিত হয়েছে এলাকা। এমনকি সিঙ্গার নদীর জলে ডুবে গিয়েছে তারকপুর এলাকার ব্রিজ যার জেরে যাতায়াত স্তব্ধ হয়েছে।
এরূপভাবেই দিকে দিকে প্রভাবিত হয়েছে শিল্পাঞ্চলের বিস্তীর্ণ অংশ। ছোট ছোট যে সকল খাড়ি নদী রয়েছে যেমন নুনি নদী ও অন্য সকল ছোটখাটো ক্যানেল দিয়ে জল উপচে পড়ে সর্বত্রই ভাসিয়ে দিয়েছে। আর এইটা না বৃষ্টি চলতেই থাকলে আরো ভয়াবহ পরিস্থিতি হবে বলেই মনে করছে সকলে। বেশ কয়েকটি এলাকাতেই বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে কয়েকটি এলাকার মানুষজন। রানীগঞ্জের প্রশাসনিক স্তরে এই বৃষ্টির জলের মোকাবেলার জন্য দিকে দিকে উদ্ধারকারী দল নজরদারিও শুরু করেছে একই রূপভাবে অন্যসব এলাকাতেও বিডিও দপ্তরের উদ্ধারকারী দল ও অন্য সকল সদস্যরা উদ্ধার কাজে পৌঁছচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও দিকে দিকে মানুষজনদে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে।জামুরিয়ার ইকরায় জলমগ্ন সমস্ত এলাকা স্কুল কলেজ হয়ে গেছে ছুটি। যাতায়াতের পথ হয়েছে বন্ধ। একটা বদ্বীপের রূপ নিয়েছে ইকরা। এলাকার সিঙ্গার নদী ফুলে পেঁপে সর্বত্র গ্রাস করেছে।