গৃহহীন পাশে বিজেপি বিধায়ক, দেওয়া হলো ৪০০ ত্রিপল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল শহর তথা শিল্পাঞ্চলে বৃহস্পতিবার ও শুক্রবারের দু’দিনের প্রবল বৃষ্টিতে বহু লোকের বাড়ি ভেঙে গেছে। অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। অনেকের বাড়ি বৃষ্টির জলে ক্ষতিগ্রস্থ পড়েছে। এমন মানুষদের পাশে দাঁড়ালেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এই সমস্ত মানুষদেরকে সাহায্যের জন্য এগিয়ে এলেন তিনি।
রবিবার তার নির্দেশে দলের নেতা ও কর্মীরা দুটি জায়গায় ৪০০ জনের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়। আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় আরো অনেক লোককে ত্রিপল বিতরণ করার পরিকল্পনা করা হয়েছে। এদিন আসানসোলের দক্ষিণ বিধানসভার ১ নম্বর মন্ডলের ৫৭ নং ওয়ার্ডে ২০০ জনকে ত্রিপল বিতরণ করা হয়। এদিন একইভাবে ৯৫ নং ওয়ার্ডের রামবাঁধেও ২০০ জনকে ত্রিপল দেওয়া হয়েছে। বিধায়ক অগ্নিমিত্রা পাল তার কর্মীদের মাধ্যমে এই ত্রিপল বিতরণ করানোর ব্যবস্থা করেন।
বিজেপি সংখ্যালঘু মোর্চার আনমোল সিং, সোমনাথ মন্ডল, পঙ্কজ দাস, উত্তম প্রামাণিক, নুপুর প্রামাণিক, প্রসেনজিৎ সাহানা জানিয়েছেন যে বিধায়ক অগ্নিমিত্রা পালের নির্দেশে আসানসোল দক্ষিণ বিধানসভার বিভিন্ন মণ্ডলে দলের কর্মীরা এলাকা ঘুরে বিপন্ন মানুষদের খোঁজ করছেন । এই বর্ষণে দুর্ভোগে পড়েছেন অনেক মানুষ। বিধায়ক অগ্নিমিত্রা পালের সহায়তায় তাদের মাথার উপর সামান্য ছাদ ঢেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আগামী দিনেও এরকমই কাজ অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন ।