BARABANI-SALANPUR-CHITTARANJAN

রূপনারায়ণপুর থেকে গৌরান্ডি যাওয়ার রাস্তা বেহাল, বড়সড় ধস

বেঙ্গল মিরর,  কাজল মিত্র :- রূপনারায়ণপুর থেকে গৌরান্ডি যাওয়ার রাস্তা বেহাল,রাস্তায় নেমেছে বড়সড় ধস।রূপনারায়ণপুর থেকে আমডাঙ্গা মোড় পার করে কিছুটা যাওয়ার পর টাবাডি গ্রাম ঢোকার আগে রাস্তা একাংশ একেবারে জলে ধুয়ে গেছে বেরিয়ে পড়েছে বড় বড় পাইপ।যার ফলে যেকোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারে।এই এলাকাটি অন্ধকার থাকায় এমনিতেই দুর্ঘটনা গ্রস্থ তার উপর আবার রাস্তার পাশে বড় গর্ত।এর ফলে আতঙ্কিত পথচারী থেকে এলাকার মানুষ।তাছাড়া রূপনারায়ণপুর থেকে গোরান্ডি পর্যন্ত যাওয়ার রাস্তাটি প্রায় দীর্ঘদিন ধরে খানা খন্দে ভরে রয়েছে।রাস্তা একেবারে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে তবুও প্রশাসনের কোন হুশ নেই।স্থানীয় মানুষজন ওই অংশটিকে কোন রকমে পাথর দিয়ে ঘিরে দেওয়ার চেষ্টা করেছেন।



জানা গেছে গৌরাণ্ডী রোডের উপর এই জায়গায় থাকা কালভার্টের মুখে মাটি ফেলে বন্ধকরে দেওয়ার ফলে রাস্তার ওপর দিয়ে জল বয়ে যায়।কিন্তু দুদিনধরে লাগাতার বৃষ্টির জল রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়ার ফলে কালভার্ট লাগোয়া বিশাল অংশের মাটি সরে গিয়ে হাঁ মুখ হয়ে আছে। স্থানীয়রা বলছেন নির্মীয়মান জল ট্যাংকির জন্য রাস্তার পাশ দিয়ে লোহার বড় পাইপ নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই বাড়ি বাড়ি জল নিয়ে যাওয়ার জন্য সরু পাইপ পাতা হয়েছিল।তবে সংশ্লিষ্ট দপ্তর এরপর ওই এলাকা মাটি পাথর দিয়ে বন্ধ করে দিয়েছিল। কিন্তু জমির কারবারীরা ওই এলাকার কালভার্ট বন্ধ করে দেওয়ায় রাস্তা উপচে জল পার হতে থাকে এবং সেজন্যই ওখানে বিরাট অংশে ধস নেমেছে।


এখানকার টোটো চালু করা জানান যে এই রাস্তা রূপনারায়ণপুর থেকে গৌরাঙ্গি পর্যন্ত সম্পূর্ণ খারাপ হয়ে গেছে যার ফলে আমাদের প্যাসেঞ্জার নিয়ে যেতে অসুবিধা হয় । সামান্য অসাবধান হলেই গাড়ি -ঘোড়া সহ যেকোনো পথচারী তার ভেতরে ঢুকে যাবেন বলে আশঙ্কা দেখা দিয়েছে। অবিলম্বে মাটি ভরাট করে ওই অংশ সংস্কার করার দাবী জানিয়েছেন স্থানীয় মানুষজন। তাছাড়াও, জলের
পাইপগুলি মাটির বাইরে চলে আসায় সেগুলিও কোনো কারণে ফেটে যাওয়ার আশঙ্কা আছে, আর তেমনটা হলে বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহও বিঘ্নিত হবে।সব মিলিয়ে যথেষ্ট বেহাল অবস্থা গৌরাণ্ডি রোডের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *