কাঁকসার কুনুর নদীর ব্রিজের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত , পরিদর্শনে পূর্ত দপ্তরের আধিকারিকরা
বেঙ্গল মিরর, কাঁকসা (দূর্গাপুর) , রাজা বন্দোপাধ্যায়ঃ দীর্ঘ কয়েক মাস ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের কাঁকসার দোমরা ও পিয়ারিগঞ্জ গ্রামের মাঝে কুনুর নদীর উপরে থাকা ব্রিজটি। ব্রিজের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। ব্রিজের দুই ধারের অংশের অনেকটাই নিচে নেমে গেছে। গত ৫ বছর আগে এই ব্রিজের দুই ধারের অংশ লোহার খাঁচা দিয়ে উঁচু করা হয়েছিলো। কিন্তু আবার ব্রিজের সেই সমস্ত জায়গা নীচে নেমে গেছে।
পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের উপর ব্রিটিশ আমলে তৈরি এই ব্রিজ দিয়ে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম মাধ্যম। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঝে মধ্যেই ব্রিজে ফাটল দেখা দেয়। তখন সেইসব ফাটল মেরামত করে পুনরায় ব্রিজ দিয়েই গাড়ি চলাচল করে। যেভাবে মেরামত করা হয় সেইভাবে কখনোই স্থায়ীভাবে ঐ ব্রিজের উপর দিয়ে চলাচল করা সম্ভব নয়, বলে দাবি বাসিন্দাদের। তাই স্থায়ীভাবে আরো একটি ব্রিজের প্রয়োজন।
পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের এই ব্রিজ দিয়ে প্রতিদিন ভারী যানবাহন চলাচল করে। পাশাপাশি পানাগড় থেকে বীরভূম ও উত্তরবঙ্গ যাওয়ার যাত্রীবাহী বাস এই ব্রিজের ওপর দিয়েই চলাচল করে। ফলে ব্রিজের বর্তমান যা অবস্থা তাতে যেকোনো মুহূর্তে ওই ব্রিজ ভেঙে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। এমন কোন ঘটনা ঘটলে, একই সাথে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
এই ব্রিজ দিয়ে যাতায়াত করা বাসের চালকেরা বলেন, দীর্ঘদিন ধরে এই ব্রিজের দিয়ে আমরা বাস নিয়ে যাতায়াত করছি । ব্রিজের অবস্থা খারাপ হওয়ার কারণে গাড়ির ক্ষতি হয়। মাঝে মধ্যেই গাড়ি বিকল হয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে থাকে। এর ফলে দীর্ঘক্ষণ ধরে যানজটের শিকার হতে হয় অনেককেই। তাই প্রশাসন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক। যাতে পাশাপাশি আরো একটি ব্রিজ তৈরি করা যায় সেই বিষয়ে আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা থেকে বাস চালকরা।
গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘোড়ুই বলেন, ব্রিজের বেহাল অবস্থার কথা জানতে পেরে, আমি ইতিমধ্যে পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি । আগামী দু/একদিনের মধ্যে ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার ব্রিজের বেহাল অবস্থা সরজমিনে খতিয়ে দেখতে পূর্ত দফতরের একটি দল ব্রিজ পরিদর্শনে আসেন। তারা ক্যামেরার সামনে কিছু না বলতে চাননি। তবে বৃহস্পতিবার থেকে এই ব্রিজ মেরামতের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন তারা।