বারাবনিতে চাষ করার সময় বজ্রপাত, মৃত্যু একজনের, জখম আরো ১
বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ মাঠে চাষ করার সময় বাজ পড়ে মৃত্যু হলো একজনের। জখম হয়েছে আরো একজন। শুক্রবার দুপুরে মর্মান্তিক ঘটনাট ঘটেছে আসানসোলের বারাবনি থানার জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের খড়াবড় গ্রামে। মৃত অভয় বাউরি (৫৫) খড়াবড় গ্রামের বাসিন্দা। জখম চুনু মারান্ডির (৫৫) বারাবনি থানার পুঁচড়া গ্রাম পঞ্চায়েতের বুড়াডাঙ্গায় বাড়ি। তাকে এদিন বিকেলে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অন্যদিনের মতো শুক্রবার সকাল থেকে বারাবনি থানার খড়াবড় গ্রামে মাঠে চাষের কাজ করছিলেন খড়াবড় গ্রামে অভয় বাউড়ি ও পুঁচড়া গ্রাম পঞ্চায়েতের বুড়াডাঙ্গার চুনু মারান্ডি। দুপুর তিনটে নাগাদ বৃষ্টি সময় মাঠের পাশে দাঁড়িয়েছিলো অভয় বাউরি। তার থেকে বেশ খানিকটা দূরে ছিল চুনু মারান্ডি। আচমকাই সেখানে বাজ পড়ে। তাতে দুজন লুটিয়ে পড়ে। শব্দ শুনে আশপাশের লোকেরা দৌড়ে। তারা দুজনকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসেন কেলেজোড়া হাসপাতালে। সেখানে চিকিৎসক পরীক্ষা করে অভয় বাউরিকে মৃত বলে ঘোষণা করেন। চুনু মারান্ডিকে সেখান থেকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি।
এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই খড়াবড় গ্রামে শোকের ছায়া নেমে আসে।
ঘটনা নিয়ে পুলিশ জানায়, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। শনিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে অভয় বাউরির মৃতদেহর ময়নাতদন্ত করা হবে।