ASANSOL

আসানসোল ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা

বেঙ্গল মিরর ,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : টানা কয়েক বছরের শারীরিক অসুস্থতার কাছে হার মেনে বৃহস্পতিবার সকালে কলকাতার বাসভবনে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার দুপুরে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় আসানসোল ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাঘরে। আসানসোল ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেশ তিওয়ারির  উপস্থিতিতে আসানসোল ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশনের হলে এক মিনিট নীরবতা পালন করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করা হয়।

অন্যদের মধ্যে ছিলেন আসানসোল ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বানী কুমার মণ্ডল , সহ-সভাপতি সনাতন ধারা, কোষাধ্যক্ষ শান্তনু ব্যানার্জী, অনুপ মুখার্জি, ধীরেন চৌধুরী, প্রশান্ত ঘোষ, সৌরভ গাঙ্গুলি, বিনয় চ্যাটার্জি, শিব শঙ্কর চ্যাটার্জি সহ আরো অনেকে।
এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতি ফুল ও মালা দিয়ে শ্রদ্ধারপর্ণের পরে স্মৃতিচারণ করা হয়।
  
প্রসঙ্গতঃ, বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর পর তার দেহ শুক্রবার  রাজ্যে সিপিআইএম এর সদর দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে রাখা হয়।সেখানে অগণিত মানুষ শেষ শ্রদ্ধা জানান। এরপর কলকাতার এনআরএস হাসপাতালে তার দেহদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *