আসানসোলে ছাগল চুরির অপরাধে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরালে চাঞ্চল্য, ধৃত দুই
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলো দুই যুবক। তারপরে তাদের কপালে জুটলো মার। শনিবার দুপুরের দিকে এই ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির লালগঞ্জ এলাকায়। পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় গিয়ে এলাকার বাসিন্দাদের হাত থেকে উদ্ধার করে। পরে ছাগল চুরির অভিযোগ তাদের বিরুদ্ধে জমা পড়ায় পুলিশ দুজনকে গ্রেফতার করে। ধৃতরা হলো আসানসোল উত্তর থানার রেলপারের মুৎসুদ্দি মহল্লার মহঃ আমির ও মুসলিম হক। যদিও এই দুই যুবকের পরিবারের সদস্যদের দাবি, তারা একজন ফেরিওয়ালা ও অন্যজন রাজমিস্ত্রীর কুলি হিসেবে কাজ করে। মহঃ আমিরের পরিবারের সদস্যদের দাবি, মুসলিম হক তাকে কাজের জন্য সকালে ডেকে নিয়ে গেছিলো।
এই ঘটনার একটি ভিডিও পরে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বেঙ্গল মিরর ।
এদিকে দুই যুবকের পরিবারের সদস্যরা তাদের বিরুদ্ধে উঠা ছাগল চুরির অপরাধ মানতে চাননি। রবিবার সকালে তারা এই ঘটনায় জড়িত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা ও দুই যুবকের চিকিৎসার দাবিতে আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাতে রেলপার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শনিবার সকালে আসানসোলের মুৎসুদ্দি মহল্লার বাসিন্দা মুসলিম হক ও মহঃ আমির অন্য দিনের মতো কাজ করতে বেরিয়েছিলো। তারপর তারা তার বাড়ি ফিরে আসেনি। এদিকে, শনিবার দুপুরে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির লালগঞ্জ এলাকার বাসিন্দারা সেখানে ছাগল চুরির অভিযোগে এই দুজনকে ধরে। এরপর এলাকার লোকজনেরা তাদেরকে একটা মাঠের মধ্যে কাদাজলে মারধর করে। সেই মারধরের ঘটনার ভিডিও তৈরি করা হয়। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে, ঐ দুই যুবককে এক যুবক মারধর করছে। আরো কয়েকজন আশপাশে রয়েছে।
শনিবার রাতে ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে মহঃ আমির ও মুসলিম হককে তার বাড়ির লোকেরা সনাক্ত করেন। পরে তারা খবর পেয়ে আসানসোল উত্তর থানায় যান।
রবিবার সকালে তারা এই ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। তারা বলেন, দুজনকে ফাঁসানো হয়েছে। তারা চুরি করেনি।
মিম নেতা দানিশ আজিজ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। আর ঘটনার পেছনে প্রশাসন ও রাজ্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন। শুধু তাই নয়, দানিস আজিজ সহ স্থানীয় লোকজনেরা এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি দুই যুবককে থানায় না রেখে তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তারা।
এদিকে, এদিন পুলিশ জানায়, ঐ দুই যুবকের বিরুদ্ধে ছাগল চুরির নির্দিষ্ট অভিযোগ রয়েছে। এলাকার লোকেরা তাদেরকে ধরে মারধর করে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে এলাকায় গিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। দুজনকে গ্রেফতার করা হয়েছে।