রানিগঞ্জে আইএমএর মৌন মিছিল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদে এসএফআই এবং ডিওয়াইএফআই’র ডাকে শনিবার বিকেলে নেতাজি মূর্তির সামনে বিক্ষোভ সভা হয়। বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন, যুবনেত্রী রজনী পাশোয়ান, যুব নেতা পাপু দাস, গৌরব ধল্ল, মলয় মণ্ডল, কৃষ্ণা দাশগুপ্ত, অশোক ঘোষ,দিব্যেন্দু মুখার্জি এবং ছাত্রনেতা সুকান্ত চ্যাটার্জি প্রমূখ।
ছাত্র যুবদের দাবি, তরুণী চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় যুক্তদের কঠোর শাস্তি দিতে হবে। ছাত্র-যুব নেতৃত্বরা রাজ্যের পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজ্য প্রশাসন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এর ফলে সমাজবিরোধীরা মনে করছে যা খুশি তাই করা যাবে, এটা তাদের সরকার। শনিবার সকালে আরজি কর হাসপাতালের ইণ্টার্ণ ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের বল্লভপুর পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই। এদিন এই ঘটনার প্রতিবাদে এবং রাজ্যজুড়ে নৈরাজ্যের পরিস্থিতির অবসানের দাবিতে রানিগঞ্জের চিকিৎসকরা শহরে মৌন মিছিল করে।