রানীগঞ্জে খেলার মাঠ দখলের প্রতিবাদ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : খেলার মাঠে খেলাই হবে এই দাবি তুলে রানিগঞ্জের গির্জা পাড়ায় একদল এলাকাবাসী খেলার মাঠ দখল করে নেওয়া হচ্ছে জমি মাফিয়াদের দিয়ে, বলেই অভিযোগ তুলে, স্লোগান আকারের সেই অভিযোগ, সকলের মাঝে তুলে ধরে গির্জা পাড়ার বিস্তীর্ণ এলাকার পথ পরিক্রমা করে প্রচার চালালেন। তারা এদিন গির্জা পাড়ায় খেলার মাঠ রক্ষার দাবিতে মিছিল করার সাথেই দাবি করলেন এ নিয়ে পূর্বে বিধায়ক সৌরভ আলীর কাছে অভিযোগ করায়, সে সময় মাঠ দখল রুখে দেওয়া হয়েছিল।
সেখানেই এবার গোপনে জমি অন্যের নামে করে, খেলার মাঠের জমি, মাফিয়াদের দানপত্র করে বিক্রি করে দিয়েছে বলেই অভিযোগ। স্থানীয় এলাকার বাসিন্দা মলয় রায়ের দাবি, দেড় দুশো বছর ধরে, খেলার মাঠে খেলাধুলা করে আসছে গীর্জাপাড়ার বাসিন্দারা। করোনা সময়কালে অবৈধ ভাবে জমি হস্তান্তর করেছে জমি মালিক।
এখন সেই জমি, মাফিয়ারা দখল নিতে এলে দখল দেওয়া হবে না বলেই দাবি তাদের। এদিন এলাকার ছোট, বড়, যুব সদস্য থেকে শুরু করে,মহিলা পুরুষ, নির্বিশেষে মিছিল করে দাবি জানায় খেলার মাঠে খেলায় হবে। অন্যায় ভাবে দখল করতে তা দেওয়া হবে না বলেই দাবি করে তারা এ বিষয়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয়।