BARABANI-SALANPUR-CHITTARANJAN

এটিএম খোলার নামে প্রতারণা, ৬ লক্ষ টাকা উদ্ধার বারাবনি থানার

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ বেসরকারী কোম্পানির এটিএম খোলার নামে ১৪ লক্ষ টাকা সাইবার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিলো। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তার মধ্যে ৬ লক্ষ টাকা উদ্ধার করলো আসানসোলের বারাবনি থানার পুলিশ। আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানার সহযোগিতায় এই টাকা উদ্ধার করে বারাবনি থানার পুলিশ।


জানা গেছে, একটি বহুজাতিক বেসরকারি কোম্পানির এটিএম খোলার প্রলোভন দেখিয়ে বারাবনি থানার পানুড়িয়া বাজার এলাকার চিন্তামনি চারের কাছ থেকে ২০২২ সালে প্রতারকরা বিভিন্ন সময়ে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
এই প্রসঙ্গে চিন্তামনি চার বলেন, ২০২২ সালে আমাকে ফোনের মাধ্যমে এক ব্যাক্তি জানান, তিনি একটি বহুজাতিক বেসরকারি কোম্পানি থেকে বলছেন। তারা বিভিন্ন জায়গায় মোবাইল এটিএম কাউন্টার খুলতে চলেছেন। তিনি এজেন্সি নিতে চাইলে যোগাযোগ করতে বলা হয়। এতে প্রচুর লাভ আছে বলে প্রলোভন দেখানো হয়। এরপর, সেই প্রলোভনে পা দিয়ে বিভিন্ন সময়ে ব্যাংক থেকে ১৪ লক্ষ টাকার উপর তাদের দিয়েছিলাম। কিছুদিন পরে আমি বুঝতে পারি যে প্রতারিত হয়েছি।


অবশেষে তিনি ২০২৩ সালে বারাবনি থানাতে গোটা ঘটনার কথা বলে একটি লিখিত অভিযোগ জানান। থানা থেকে তাকে আসানসোলে সাইবার অপরাধ থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়। এরপরে বারাবনি থানার পুলিশ এবং সাইবার থানার আধিকারিকরা তদন্তে নেমে বিভিন্ন জায়গায় তল্লাশি করে। সেই তদন্ত অবশেষে কলকাতা থেকে দুজন পুরুষ ও দুজন মহিলাকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
শনিবার সকালে বারাবনি থানায় বারাবনি থানার ওসি মনোরঞ্জন মন্ডল ও অন্যান্যরা আধিকারিকরা চিন্তামনি চারের হাতে ৬ লক্ষ টাকার চেক তুলে দেন। ধৃতদের কাছ থেকে বাকি টাকা উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *