ASANSOL

আলু পাচারকারীর এক পান্ডা চিকুকে গ্রেফতার করল পুলিশ

বেঙ্গল মিরর,  কাজল মিত্র :- ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ হবার পরেই আলু গাড়ি নিয়ে বাংলা ঝাড়খণ্ড সীমানায় দালাল চক্র শুরু হয়েছে।আর সেই দালাল চক্রের মাধ্যমেই রমরমে চলছিল ভিন রাজ্যে আলু পাচার।আর সেই আলু পাচারের খবর  সম্প্রচারিত হতেই কুলটি পুলিশ  চিকু দা নামক এক ব্যক্তি কে আটক করে । প্রসঙ্গত এরাজ্যে  পশ্চিমবঙ্গ সরকারের তরফে এ রাজ্য থেকে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ থাকলেও অবৈধভাবে চোরা কারবারের মাধ্যমে রমরমিয়ে আলু অন্য রাজ্যে যাচ্ছে।ভীনরাজ্যে আলু রপ্তানি বন্ধ করতে আসানসোলের বাংলা ঝাড়খন্ড সীমানা ডুবুর্ডি চেকপোষ্টে ঝাড়খন্ড গামী ১৯ নম্বর যাতীয় সড়কে চেকিং করা হচ্ছে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে। যেখানে পুলিশ চেকিং করে  আলুবোঝাই ট্রাক গুলি পুনরায় ঘুরিয়ে দেওয়া হয় বলতে গেলে ভীনরাজ্যে যেনো আলু বোঝাই ট্রাক না যেতে পারে।এর ফলে বিপাকে পড়েছে বেশ কিছু আলু বোঝাই ট্রাকের চালক ও খালাশী।সীমানাতে দাঁড়িয়ে রয়েছে একাধিক আলু বোঝাই ট্রাক।

যদিও আলু বোঝাই  ট্রাক চালকদের অভিযোগ কিছু দালাল চক্র এর মাধ্যমে ও  পুলিশের সহায়তায় আলু গাড়ি  ডুব্লিকেট বিল পেপার দিয়ে সীমানা পার হয়ে ঝাড়খন্ডে চলে যাচ্ছে বলে যানান তাছাড়া তিনি জানান চিকু নামের এক ব্যক্তি সমস্ত চালকদের একটি টোকেন দেন যেখানে লেখা রয়েছে ট্রেন্সপোর্ট ক্লিয়ারিং এজেন্ট নাম (চিকুদা )চিরকুন্ডা বর্ডার (আসানসোল)এর পর ট্রাকের নম্বর ও ৫০০টাকা সহ ডেট উল্লেখ রয়েছে।ঐ চালক জানান বাংলার প্রবেশের এন্ট্রি ৫০০টাকা দিয়ে চিকুদার কাছে নিয়েছি এই টোকেনআর এই টোকেনের মাধ্যমে ৫০০ টাকা নিচ্ছে আলুর গাড়ি থেকে।

বাংলায় এন্ট্রি নামে নেওয়া হচ্ছে ৫০০টাকা।আর এই খবর রবিবার আমরা খবরে প্রকাশিত করার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন।গতকালেই পুলিশ গ্রেফতার করে জয়ন্ত অধিকারী(৩৩) ওরফে চিকু দা।সোমবার তাকে আসানসোল আদালতে তোলা হবে।তবে এরপরেও থেমে নেই দালালরা।তাদের নিজের কাজ তারা চালিয়ে যাচ্ছে।বাংলা ঝাড়খণ্ড সীমানায় পুলিশ প্রতিনিয়ত কুলটি ট্রাফিক গার্ড এবং চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ আলু গাড়ির তল্লাশি চালাচ্ছে।কিন্তু সোমবার সকালে হঠাৎ এক আলু বোঝাই গাড়ি এসে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে পালিয়ে যায়।অল্পের জন্য রক্ষা পায় কর্মরত পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *