অঙ্গনওয়াড়ি কেন্দ্র উদ্বোধন করলেন বিধায়ক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের সামডি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত ল-হাট গ্রামে মঙ্গলবার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র উদ্বোধন করা হয়। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ৮৮ নাম্বার কেন্দ্র। যেটির শুভ উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় মহাশয়।প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয় এই অঙ্গনবাড়ি সেন্টারটির ।
বিধান উপাধ্যায় জানান সামডি পঞ্চায়েত এলাকায় মোট ১৭ টি আইসিডিস কেন্দ্র রয়েছে ।যার মধ্যে প্রতিটি আইসিডিএস কেন্দ্র কোন ক্লাব স্কুল বা কারুর বাড়িতে চলছে। তবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সেসব আইসিডিএস কেন্দ্র গুলি একে একে তৈরি করা হচ্ছে।
আগামী দিনে আরো যেসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বাকি রয়েছে, সেগুলি নতুন করে বানানো হবে।
এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের জয়েন্ট ভিডিও রবি সৌরভ,
সলানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল,
সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র , সমাজসেবী ভোলা সিং,
সামডি গ্রামের প্রধান অনামিকা মণ্ডল,জনার্দন মন্ডল সহ অঙ্গন বাড়ি কেন্দ্রের শিক্ষিকা অনিমা শিকদার আরো অনেকে।