ASANSOL

বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল  কলেজ এন্ড হাসপাতালের নার্সিং এর ছাত্র ছাত্রীদের বিক্ষোভ মিছিল

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত / কাজল মিত্র : কলকাতার আরজি কর হাসপাতালে এক মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে মঙ্গলবার আসানসোলের ইসমাইলে অবস্থিত বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হসপিটালের পড়ুয়া চিকিৎসক, ফ্যাকাল্টি ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কলেজ চত্বরে বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদ করে। তারা দিনভর হাসপাতাল চত্বরে কালো ব্যাজ পড়ে ও মোমবাতি এবং প্ল্যাকার্ড হাতে হোমিওপ্যাথিক কলেজ থেকে আসানসোল ইসমাইল মোড় পর্যন্ত মিছিল করে। তাদের দাবি যত দ্রুত সম্ভব এ ঘটনার সঙ্গে জড়িত দোষীদের ফাঁসি হোক।হাসপাতালের অন্যান্য কর্মীরাও অংশ নেন।

এদিন হাসপাতালের কলেজের টিএমসিপি
ইউনিট প্রেসিডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল টিএমসিপি মেডিক্যাল সেলের
জয়েন্ট কনভেনর শ্রেয়া ভট্টাচার্য এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হাসপাতালের চিকিৎসক, ছাত্র ছাত্রীসহ ও সমস্ত কর্মী এতে অংশ নেন। কলেজের টিএমসিপি ইউনিটের জেনারেল সেক্রেটারি দীপব্যেন্দু নাগ সহ অন্যান্য পড়ুয়া চিকিৎসকরা ও উপস্থিত ছিলেন।

কলেজের শিক্ষক যারা নিজেও চিকিৎসক ও পড়ুয়া চিকিৎসকরা একযোগে বলেন যে আরজি কর হাসপাতালে মহিলা ডাক্তারের সাথে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ভীতিজনক এবং উদ্বেগজনক। এমন ঘটনা যে অন্য কোনো স্থানে ও বাড়িতে ঘটবে না তার নিশ্চয়তা কী? এটি যে কোনও মহিলার সাথে ঘটতে পারে। অতএব, কর্মক্ষেত্রে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ মনোযোগ দেওয়া উচিত। যাতে ভবিষ্যতে কোনো নারীকে এভাবে জীবন হারাতে না হয়। আমরা সবাই ওই নারী চিকিৎসকের পরিবারের সঙ্গে আছি। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, চিকিৎসকরা দিনরাত পরিশ্রম করে মানুষের সেবা করেন। এমন একজন চিকিৎসক যেভাবে প্রাণ হারিয়েছেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যত দ্রুত সম্ভব দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করুন। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তারও কঠোর শাস্তি হওয়া উচিত। তিনি বলেন, চিকিৎসকরা দিনরাত পরিশ্রম করে মানুষের সেবা করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *