ডামরা বিধান স্মৃতি শিক্ষা নিকেতন স্কুলের ছাত্র – ছাত্রীদের হাতে তৈরি ১০০ ফুট লম্বা জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা
বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ডামরা বিধান স্মৃতি শিক্ষা নিকেতন ( উঃ মা ) বৃহস্পতিবার দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় । সকালে একটি বর্নাঢ্য শোভাযাত্রা গোটা এলাকা পরিভ্রমণ করে । স্কুলের সকল ছাত্র ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা ও পরিচালন সমিতি সদস্যরা ছাড়াও এলাকার মানুষেরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে তৈরি ১০০ ফুট লম্বা একটি জাতীয় পতাকা শোভাযাত্রা টিকে অন্য মাত্রা দেয় ।
শোভাযাত্রা শেষে জাতীয় পতাকা উত্তোলন হয় । পতাকা উত্তোলন করেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি বাদল মিশ্র । স্কুলের প্রধান শিক্ষক সুমিত রায় তার সংক্ষিপ্ত ভাষণে স্বাধীনতার বীর বিপ্লবী শহীদদের স্মরন করেন। পড়ুয়াদেরকে এই বীর শহীদদের আদর্শ মেনে চলে এগিয়ে চলার কথা বলেব । ছাত্রছাত্রীরা স্বাধীনতা দিবস উপলক্ষে একটি চিত্তাকর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সব শেষে পরিবেশিত হয় একটি ছোট্ট নাটক “ ক্ষুদিরামের ফাঁসি”। নাটকটি পরিচালনা করেন স্কুলের সহশিক্ষক শ্রী হৃদয় গড়াই মহাশয় ।নাটকটি দর্শক – শ্রোতাদের দুর্দান্ত মনোরঞ্জন করে।সমগ্র অনুষ্ঠান টি সুচারুরূপে পরিচালনা করেন বিদ্যালয়ের সহ : শিক্ষক শ্রী তাপস ভট্টাচার্য মহাশয় ।