ঝুলন মেলার উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : বৃহস্পতিবার রাতে উদ্বোধন হলো উখরা ঝুলন মেলার । ফিটে কেটে মেলার শুভ সূচনা করলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি । উদ্বোধনী অনুষ্ঠানটি হয় মেলা প্রাঙ্গণে কমিউনিটি হলে । উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, জেলা পরিষদের সহ-সভাপতি বিষ্ণুদেও নুনিয়া, সদস্য কালোবরণ মন্ডল, কৃষ্ণা বন্দোপাধ্যায়, গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে, উপপ্রধান শরণ সাইগল, সদস্য রাজু মুখোপাধ্যায় সহ অন্যরা । আগামী ১৫ দিন মেলা চলবে ।
উল্লেখ্য পশ্চিম বর্ধমান জেলার প্রাচীন মেলাগুলির মধ্যে অন্যতম উখরা ঝুলন মেলা । স্থানীয় গোপীনাথ জীউ মন্দির, গোপাল মন্দির ও মোহন্ত অস্তল মন্দির কে কেন্দ্র করে উখরাতে প্রতিবছর ঝুলন মেলার আয়োজন হয় । সার্কাস ছাড়াও ছোট ও বড়দের মনোরঞ্জনের জন্য মেলায় থাকে একাধিক আয়োজন । স্থানীয় বাসিন্দারা ছাড়াও মেলাতে ভিড় জমান পশ্চিম বর্ধমান জেলার পাশাপাশি বীরভূম জেলার বাসিন্দারাও । বিভিন্ন ক্লাব ও সংস্থার উদ্যোগে হয় সাংস্কৃতিক, বাউল ও লোকসংগীত অনুষ্ঠানের আয়োজন ।