লোন পরিশোধ না করায় মার্কেট কমপ্লেক্সের দোকানের দখল নিল ব্যাংক
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : ব্যাংক থেকে লোন নিয়ে তা শোধ না করাই ব্যবসায়ীর দোকান ঘরের দখল নিল ব্যাংক । শুক্রবার উখরা বাজারের এনএসবি রোডের ঘটনা ।
২০১৭ সালে ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে ৩৫ লক্ষ টাকা লোন নেন চম্পা চক্রবর্তী নামে এক ব্যবসায়ী । সেই টাকা বিনিয়োগ করে উখড়া এনএসবি রোডে তৈরি করেন বিশাল তিন তলা মার্কেট কমপ্লেক্স (লর্ড ইন্টেরিও ) । কিন্তু লোনের টাকা শোধ না করার অভিযোগ উঠে ব্যবসায়ীর বিরুদ্ধে ।
৩৫ লক্ষ টাকার লোন সুদে আসলে বর্তমানে দাঁড়িয়েছে ৫১ লক্ষ টাকাতে । ব্যাংকের পক্ষ থেকে ওই ব্যবসায়ীকে বেশ কয়েকবার লোন শোধ করার সুযোগ দিলেও তিনি তা করেননি বলে অভিযোগ । এরপরে বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ শুরু করে ব্যাংক কর্তৃপক্ষ । অবশেষে জেলা শাসকের নির্দেশে শুক্রবার উখড়া বাজারে ব্যবসায়ীর মার্কেট কমপ্লেক্সের (দোকান ঘর) দখল নিল ব্যাংক । ১২৮৪ স্কোয়ার ফিটের তিন তালার গোটা মার্কেট টি এদিন সিল করে নিজেদের দখলে ন্যায় ব্যাংক কর্তৃপক্ষ ।
এদিন বেলা ১২-টা নাগাদ ঘটনাস্থলে হাজির হন ব্যাংক আধিকারিকরা । অবাঞ্চিত ঘটনা এড়াতে আধিকারিকদের সাথে উপস্থিত ছিল পুলিশও । ইন্ডিয়ান ব্যাঙ্ক এর পক্ষে সংগ্রাম সিং জানান এদিনের রিকভারি প্রক্রিয়াতে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ব্যাংকের উখরা শাখার আধিকারিক রাকেশ কুমার, প্রবীণ কুমার সাউ (চিপ ম্যানেজার) রিকভারি আধিকারিক রাজিব ব্যানার্জি সহ অন্যরা । অন্যদিকে লোন খেলাপির অভিযোগে অভিযুক্ত চম্পা চক্রবর্তীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।