লহাট আমরা কজন কালীপূজা কমিটির উদ্যোগে রক্তদান শিবির
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার
সালানপুর ব্লকের লহাট মোড় সংলগ্ন আমরাকজন ক্লাবের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
যেখানে এই শিবিরটির বিশেষ ভাবে সহযোগিতা করেন মা মুক্তাই চন্ডি আনন্দ মেলা সমিতি ।
এদিনের এই শিবিরে আসানসোল জেলা ব্লাড ব্যাংক এর সহযোগিতায় মোট ২১ উইনিট রক্ত সংগ্রহ করা হয়।এলাকার পুরুষ সহ বহু মহিলা রা এই শিবিরে রক্ত দিতে এগিয়ে আসেন।
এদিনের এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক সভাপতি কৈলাস প্রতি মন্ডল ব্লকের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, এরিয়ার জিএম কান্তা সাহেব, বিশিষ্ট সমাজসেবী রবি শংকর কুন্ডু,
তপন মাহাতা, বিশিষ্ট সাংবাদিক তথা সমাজসেবী বিশ্বদেব ভট্টাচার্য, গৌরাঙ্গ তেওয়ারি, স্বপন মন্ডল ,মা মুক্তাই চন্ডী মেলা সমিতির সকল সদস্য ।
একই সাথে আমরা কজন ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সম্পাদক বামাপদ মন্ডল, সভাপতি অজিত ঘোষ,
সদস্য গোপীনাথ ঘোষ , অধিরথ মন্ডল ,শিশির ঘোষ ,
তাপস মন্ডল , উৎপল মন্ডল,
শ্যামাপদ মন্ডল ,পার্থ সারথি ঘোষ ,মৃত্যুঞ্জয় মন্ডল সহ অনেকে।
উপস্থিত প্রধান অতিথিরা
এধরণের অত্যন্ত শুভ উদ্যোগ গ্রহণের জন্য ক্লাব কতৃপক্ষকে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন।
ক্লাবের পক্ষ থেকে পার্থ সারথি ঘোষ জানান প্রতিবছরের ন্যায় এ বছরও তাদের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই বছর চতুর্থতম বর্ষে রক্তদান হল। রক্তদানের সাথে সাথে বিভিন্ন সামাজিক কাজ তারা করে থাকেন।