আরজি করের ঘটনার প্রতিবাদে সামিল চিকিৎসকেরা, বন্ধ আসানসোল জেলা হাসপাতালের আউটডোর
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আইএমএ বা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন শনিবার কলকাতার আরজি করের মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সারা ভারতে ২৪ ঘন্টা আউটডোর বা ওপিডি পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে। তবে জরুরি পরিষেবাগুলি চালু রয়েছে। এই ডাকে সাড়া দিয়েছেন আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকেরা।
আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস বলেন, ওপিডি বন্ধ রয়েছে। সেখানে চিকিৎসকেরা বসেননি। তবে এমারজেন্সি বিভাগে জরুরি পরিষেবা চালু রয়েছে। রোগীদের কোনো ধরনের সমস্যায় পড়তে দেওয়া হচ্ছে না। সেখানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে।
এ বিষয়ে এদিন আসানসোল জেলা হাসপাতালের এমারজেন্সি বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ ইন্দ্রজিৎ মোহান্তি বলেন , ওপিডি বন্ধ থাকলেও জরুরি পরিষেবা চালু রয়েছে। যাতে সাধারণ মানুষের কোনরকম সমস্যা না হয়, তা দিকে নজর রাখা হয়েছে। আরজি করের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, চিকিৎসকেরা কারোর শত্রু নয়। আমরাও সমাজের অঙ্গ।
এদিন ওপিডি বন্ধ থাকলেও, অনেক মানুষ আসানসোল জেলা হাসপাতালে এসেছিলেন। তাদেরকে ফিরে যেতে হয়। এ বিষয়ে এক ব্যক্তির সাথে কথা বলা হলে তিনি জানান, এদিন আসানসোল জেলা হাসপাতালে চোখের চিকিৎসা করাতে এসেছিলাম। কিন্তু এসে জানতে পারি ওপিডি বন্ধ। তাই বাড়ি ফিরে যাচ্ছি।
অন্যদিকে, আইএমএর ডাকে সাড়া দিয়েছেন আসানসোল শহর শিল্পাঞ্চলের অন্য সরকারি হাসপাতাল ও বেসরকারী হাসপাতাল ও বেসরকারী হাসপাতাল এবং নার্সিংহোমের চিকিৎসকেরা। সব জায়গাতেই আউটডোর বন্ধ ছিলো। অনেক চিকিৎসক তাদের প্রাইভেট চেম্বারও বন্ধ রাখেন।