আসানসোলে বৃক্ষরোপন উৎসবের সূচনায় মন্ত্রী মলয় ঘটক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোল শহর ও তার আশেপাশের এলাকায় পরিবেশের উন্নতির জন্য প্রশাসন ও বন দপ্তরের তরফে নিরন্তর চেষ্টা চলছে। লাগানো হচ্ছে গাছ।
সেই রকমভাবে শনিবার সকালে আসানসোলের কল্যাণপুর হাউজিং এলাকায় সামাজিক সংগঠন ” দ্যা নেচার ” বৃক্ষরোপন উৎসবের আয়োজন করে। রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক এই উৎসবের সূচনা করেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আসানসোলে পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। এই আসানসোলে একটা সম আসান ও সল গাছের জঙ্গল ছিলো। সেই কারণে শহরের নাম আসানসোল হয়েছে। কিন্তু জনসংখ্যার উপযোগী করার জন্য এখানে ক্রমশ শিল্পায়ন ঘটতে থাকে। গাছ কাটা হয়। যার ফলশ্রুতিতে আজ আসানসোলে গাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সেই পরিপ্রেক্ষিতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।
এই অভিযানের মাধ্যমে বৃক্ষরোপণ শুরু করেছে দ্যা নেচার। তারজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম ও আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য।