ASANSOL

বাংলায় নারীদের অধিকার পাইয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় : মলয় ঘটক

আরজি করের ঘটনায় দোষীদের ফাঁসি চেয়ে আসানসোলে তৃনমুল কংগ্রেসের ধর্ণা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌর দীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় :
” বাম – রাম চক্রান্তের বিরুদ্ধে ” ও কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তার মৃত্যুর ঘটনার দোষীদের ফাঁসির দাবিতে রবিবার সকালে আসানসোলের জিটি রোডের রাহা লেন মোড় সংলগ্ন তৃনমুল কংগ্রেসের পার্টি অফিসের সামনে ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়েছিলো। আসানসোল উত্তর বিধান সভা তৃনমুল কংগ্রেসের ডাকে হওয়া এই ধর্ণা বিক্ষোভের নেতৃত্বে ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও ছিলেন আসানসোল পুরনিগমের দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , কাউন্সিলর সিকে রেশমা, শম্পা দাঁ, দীপা চক্রবর্তী, ফানসবি আলিয়া, গোপা হালদার রাজেশ তিওয়ারি সহ বিপুল সংখ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা এদিনের কর্মসূচির শুরুতেই গোটা ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনানো হয়।


এরপর মন্ত্রী মলয় ঘটক বলেন, কিছুদিন আগে কলকাতার আরজি মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়। এই মামলার তদন্তের নেমে দু’দিনের মধ্যে কলকাতা পুলিশ একজনকে গ্রেফতার করেছিল। তার পরে আদালতের নির্দেশে এই মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, আমরা এখন যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই সমস্ত অভিযুক্তদের চিহ্নিত করুক ও তাদের ফাঁসি দেওয়া হোক।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় আসার পরে নারীরা নিজেদের অধিকার পেয়েছে। তা আজ স্বাধীনচেতা।
ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, আজ যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন, তারা কেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি করলেন না কেন? নির্ভয়া হত্যাকাণ্ডের পরে তো তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করেননি? তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাটিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছেন। প্রথমে কলকাতা পুলিশ এই ঘটনার শুরু তদন্ত করেছিলে। কিন্তু বর্তমানে এই তদন্তটি সিবিআই করছে। তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের চিহ্নিত করে ফাঁসি দেওয়া হোক।

তিনি বলেন, বন্দ্যোপাধ্যায় ও তৃনমুল কংগ্রেসকে কি ভাবে নারীদের সম্মান দিতে তা শেখাতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহিলাদের ৫০ % সংরক্ষণ দেওয়া হয়েছে পঞ্চায়েতে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় নারীদের জন্য অনেক প্রকল্প করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি বা অন্য কোনো বিরোধী দলের কোনো নেতা এ নিয়ে ভাবতেও পারেন না বলেও মন্তব্য করেন তিনি। নারীদের ক্ষমতায়ন কিভাবে করতে হয় তা মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখাতে হয়না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *