“সেফ ড্রাইভ সেভ লাইফ ” আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের সচেতনতার প্রচার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* জনগণকে ট্র্যাফিক নিয়ম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে সময়ে সময়ে প্রচার চালানো হয়। ” সেফ ড্রাইভ সেভ লাইফ” নামে তা সারা রাজ্যে চালানো হয়ে থাকে। এই প্রচারের মাধ্যমে পথচলতি মানুষ ও গাড়ির চালকদেরকে ট্র্যাফিক সম্পর্কে অবহিত করা হয়ে থাকে। পাশাপাশি ট্রাফিক নিয়ম সম্পর্কে তাদেরকে জানানো হয়।
সেই রকমভাবেই রবিবার আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। ১৯ নং জাতীয় সড়কে ট্রাফিক গার্ডের কর্মী তাতে অংশ নেন। যার মাধ্যমে পথচারী এবং চালকদের ট্রাফিক নিয়ম সম্পর্কে অবহিত করা হয়। তাদের শুধুমাত্র ট্রাফিক নিয়ম মেনে রাস্তায় গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হয়। দুচাকা গাড়ি চালাতে হেলমেট পড়তে বলা হয়।