ASANSOL

আরজি করের ঘটনার আবহে আসানসোল শহরে ” রাখীবন্ধন ” উৎসব পালন, সাংস্কৃতিক সংগঠন ” রবীন্দ্র চর্চা ” র অভিনব উদ্যোগ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আরজি করের ঘটনার আবহে সোমবার আসানসোল শহর তথা গোটা শিল্পাঞ্চল জুড়ে ” রাখীবন্ধন” পালন করা হয়।
এই উপলক্ষে সোমবার বিকেলে আসানসোলের বিএনআরে রবীন্দ্র ভবনের সামনে সাংস্কৃতিক সংগঠন ” রবীন্দ্রচর্চা” র উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সদস্যরা রবীন্দ্র ভবনে সামনে পথচলতি মানুষজনদের হাতে রাখী পড়িয়ে দেন। তার মধ্যে গাড়ি চালকেরা যেমন ছিলেন, তেমন ছিলেন রাস্তায় ট্রাফিক সামলানোর দায়িত্বে থাকা আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা। রবীন্দ্র ভবনের সামনে দোকানদেরও তারা রাখী পড়িয়ে দেন। সঙ্গে করানো হয় মিষ্টিমুখও।



এই প্রসঙ্গে সংগঠনের সদস্য সুকৃতিশ নন্দী ও অর্পিতা লাহা বলেন, ” রবীন্দ্রচর্চা ” সব সময়ই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত যেকোন অনুষ্ঠান করে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা ঐতিহাসিক সময়ে রাখী বন্ধন উৎসব শুরু করেছিলেন। আর এখন আমরা অনেক আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তখন আমাদেরকে রাখীবন্ধন উৎসব পালন করতে হচ্ছে।  কিন্তু এই সময়েও আমাদের একে অপরকে সমর্থন করতে হবে ও পাশে দাঁড়াতে হবে। একে অপরের সাথে ভ্রাতৃত্ব বোধ গড়ে তুলতে হবে ও এক সাথে বাঁচতে হবে।

তারা আরো বলেন, প্রতিটি কঠিন পরিস্থিতির সাথে লড়াই করতে হবে। তারা বলেন, কলকাতার আরজি করে যা হয়েছে, তার নিন্দার কোন ভাষা নেই।  প্রতিটি কঠিন পরিস্থিতিকে একসঙ্গে লড়তে হবে এবং সমাজে নারী-পুরুষদেরকে সমানভাবে বসবাস করতে হবে। আমাদেরকে মানববন্ধন করতে হবে ও  নির্যাতিতার পরিবারকে শান্তিপূর্ণ উপায়ে বিচার পাইয়ে দিতে হবে।
অন্যদিকে, এদিন বলতে গেলে, সারাদিন ধরে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে দলমত নির্বিশেষে বিভিন্ন সংগঠন ও সংস্থা রাখীবন্ধন উৎসব পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *