রাখীবন্ধনে আসানসোলে যুব কল্যান ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সংস্কৃতি দিবস পালন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়/সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোলের ভগৎ সিং মোড় সংলাপ যুব আবাসের কাছে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সোমবার রাখীবন্ধন উৎসব উপলক্ষে ” সংস্কৃতি দিবস ” উদযাপনের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পোন্নাবালাম, অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চৌধুরী, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়।
এই অনুষ্ঠানে মহিলা ও যুবতীরা অতিথিদের রাখী পড়িয়ে দেন। এর পাশাপাশি পথচলতি মানুষ, পুলিশ ও দপ্তরের আধিকারিক ও কর্মীদেরকেও রাখী পড়ানো হয়।
এর পাশাপাশি এদিন আসানসোলে তৃনমুল কংগ্রেসের উদ্যোগে দলীয় কার্যালয়ে রাখীবন্ধন উৎসব পালন করা হয়। সেখানে মন্ত্রী মলয় ঘটক ও তৃনমুল কংগ্রেসের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলের মহিলা নেত্রী ও কর্মীরা মন্ত্রী সহ অন্যদেরকে রাখী পড়িয়ে দেন।