RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে রাস্তা চালু করার দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ

 বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :  দীর্ঘ প্রাচীন রাস্তা পুনরায় চালু করার দাবিতে, এবার রানীগঞ্জের, কাকরডাঙ্গা  ও ডামালিয়া এলাকার হাজারো গ্রামবাসী, এগারা পঞ্চায়েতের 2 সদস্যকে সঙ্গে নিয়ে, অবিলম্বে পুরনো চলাচলের রাস্তা, চালু করার দাবিতে বিক্ষোভে শামিল হল। এদিন তারা নুনিয়া নদীর ওপর অবস্থিত সিধু কানু ব্রিজ ঘিরে ধরে, সমস্ত যানবাহন আটকে বিক্ষোভ দেখায়।

তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা এদিন দাবি করে,  দীর্ঘদিনের প্রাচীন যাতায়াতের রাস্তা, বন্ধ করার পরিকল্পনা করা হচ্ছে। স্থানীয়দের দাবি লাগোয়া এলাকার পাশেই অবস্থিত, হাড়ভাঙ্গা ব্রিজের বেহাল অবস্থা রয়েছে, সেখানেই এই ব্রিজটিকে কয়েক কোটি টাকা ব্যয় করে রাজ্য সরকার গড়ে তুললেও, এই ব্রিজ দিয়ে যাতে যানবাহন যাতায়াত না করতে পারে ও কাকরডাঙ্গা, এগারা যাওয়ার যে বাইপাস রাস্তা, যা দীর্ঘদিন ধরেই মানুষ যাতায়াত করত, সেই ব্রিটিশ আমলের রাস্তা কে বন্ধ করে দেওয়ার পরিকল্পনার বিরোধ করেছেন, এলাকার অসংখ্য মহিলা থেকে শুরু করে, আদিবাসী জনজাতির অসংখ্য মানুষজন।

এলাকাবাসীদের একটাই দাবি এই ব্রিজ দিয়ে যাতায়াতের পর, কাকরডাঙ্গা গ্রামের সংকীর্ণ রাস্তা দিয়ে যাতায়াত করা খুব দুষ্কর হয়ে পড়ে, অবস্থা এমনই হয় যে বহু  যানবাহনকে যাতায়াত করতে গিয়ে, বিপাকে পড়তে হয়, অথচ ইংরেজ আমল থেকেই পিচ দিয়ে তৈরি, সেই রাস্তাকে ধীরে ধীরে বন্ধ করে দিয়ে, ব্রিজ দিয়ে যাওয়া বাইপাস রাস্তাকে অকেজো করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, বলেই তারা দাবি করে। তাদের এও দাবি এই রাস্তা দিয়ে স্কুল কলেজে ছাত্রছাত্রী থেকে শুরু করে, সাধারণ মানুষকে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা, কম  যাতায়াত করে, গন্তব্যে পৌঁছতে পারে।

তবুও ব্যক্তিগত কারণে স্বার্থসিদ্ধির লক্ষ্যে,  তৃণমূল নেতা, এই রাস্তাকে সচল হতে দিচ্ছে না, বলেই অভিযোগ পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে, স্থানীয় এলাকার মানুষজনদের। তাদের দাবি এলাকার বহু মানুষজন এই রাস্তা তৈরীর জন্য জমিও দান করেছে, যাতে এলাকা দিয়ে যাতায়াত সহজ হয়, তারপরও কোন এক অদৃশ্য কারণে সেই রাস্তাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যা তারা কখনো বাস্তবায়িত হতে দেবে না, বলেই দাবি করে। তাদের দাবি এর জন্য তারা দীর্ঘ অনশনের পথেও হাঁটতে রাজি আছে।

যদিও এ বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে অবশ্য বিনোদ নুনিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন তারা এলাকার সাধারণ মানুষ জনদের সঙ্গেই রয়েছেন তাদের সুযোগ-সুবিধা ও এলাকার উন্নয়নের জন্য সর্বদাই সচেষ্ট। পুরনো রাস্তার কথা তার জানা নেই তবে বিষয়টিকে তিনি খতিয়ে দেখে সমষ্টি উন্নয়ন আধিকারিক কে সঙ্গে কথা বলে আগামীতে এ বিষয়ে যাতে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয় তার ব্যবস্থা তিনি করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *