আসানসোল পুরনিগম কৃতিদেরকে সম্বর্ধনা দিল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল পুরনিগমের পক্ষ থেকে প্রতি বছরের মতো ২০২৪ সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই ও আইসিএসই ( দশম ও দ্বাদশ) পরীক্ষার কৃতিদেরকে সম্বর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট দুই পর্যায়ে দুদিন আসানসোল পুরনিগমের আসানসোল, কুলটি, জামুড়িয়া ও রানিগঞ্জ পুর এলাকার কৃতিদেরকে এই সম্বর্ধনা দেওয়া হবে।
মঙ্গলবার সকালে আসানসোল রবীন্দ্র ভবনে প্রথম দিন আসানসোল ও বার্নপুর এলাকার কৃতি পড়ুয়াদের সম্মানিত করা হয়। এই উপলক্ষ্যে হওয়া অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, সুব্রত অধিকারী সহ একাধিক মেয়র পারিষদ, কাউন্সিলর এবং পুর আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এই প্রসঙ্গে এদিন মেয়র বলেন, ১১৭ টি স্কুলের ৬৭৫ জন পড়ুয়াকে সম্মানিত করা হবে । প্রথম দিন আসানসোল ও বার্ণপুরের ৬৮ টি স্কুলের ৩৭৩ জনকে সম্বর্ধনা দেওয়া হলো।
বুধবার আসানসোল রবীন্দ্র ভবনে কুলটি, জামুড়িয়া ও রানিগঞ্জ এলাকার কৃতিদেরকে সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠান হবে। অনুষ্ঠান পরিচালনায় পুর নিগমের ওএস বিরেন অধিকারী, প্রবাল বোস, সঞ্জীব ভান্ডারী, কল্লোল রায়, তাপস কর্মকার সহ সমস্ত আধিকারিক ও কর্মীদের সক্রিয় ভূমিকা ছিল।