আদিবাসী সংগঠনের আসানসোল দক্ষিণ ও বারাবনি থানায় স্মারকলিপি
বেঙ্গল মিরর, আসানসোল ও বারাবনি, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের পশ্চিম বর্ধমান জেলার তরফে মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল দক্ষিণ ও বারাবনি থানায় স্মারকলিপি দেওয়া হয়। দুই থানায় দেওয়া স্মারক লিপিতে মোট তিনটি দাবি ছিলো।
এই প্রসঙ্গে এদিন সংগঠনের জেলা শাখার তরফে বলা হয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। একইসঙ্গে গত ১৪ আগস্ট রাতে পূর্ব বর্ধমানের এক আদিবাসী মেয়েকেও ধর্ষণ করে খুন করা হয়। এর বিরুদ্ধেই এদিন এই স্মারকলিপি দেওয়া হয়েছে। দুই থানার আধিকারিকদের মাধ্যমে সংগঠনের তরফে প্রশাসনের কাছে দাবি করা হয়েছে এই দুই ঘটনায় যে বা যারাই দোষী তাদের কঠোরতম শাস্তি দিতে হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সাথে বাংলাদেশের আদিবাসী সমাজকে রক্ষা করতে হবে। সেখানে মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের সম্পত্তি লুট করা হচ্ছে। তাদের পরিবারের নারীদের সম্মান লঙ্ঘিত হচ্ছে। এদিন এইসবের বিরুদ্ধেও স্মারক লিপি দেওয়া হয়েছে।