আসানসোল পুরনিগমের মাসিক বোর্ড বৈঠক, পানীয়জল সরবরাহ ও রাস্তাঘাট সংস্কার নিয়ে আলোচনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ প্রতি মাসের মতো চলতি আগষ্ট মাসের আসানসোল পুরনিগমের পুর কাউন্সিলারদের বোর্ড বৈঠক হলো বৃহস্পতিবার। আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে হওয়া এই বৈঠকে মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, সুব্রত অধিকারী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিনের বোর্ড বৈঠকে।
এই প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের প্রয়ানে এক মিনিট নীরবতা পালন করে এদিনের বোর্ড বৈঠক শুরু হয়। এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যার মধ্যে ছিলো বেহাল রাস্তা সারাই করা। বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর জন্য রাস্তা খোঁড়া হচ্ছে। যার জন্য রাস্তা খারাপ হয়ে গেছে। পুজোর আগে সেইসব রাস্তা সংস্কার করা হবে। ইতিমধ্যেই এই কাজের বেশ কিছু ওয়ার্ক অর্ডার বেরিয়েছে। আরো কিছু ওয়ার্ক অর্ডার হওয়ার প্রক্রিয়া চলছে।
চেয়ারম্যান আরো বলেন, আগামী বছরের গ্রীষ্মের আগে আসানসোল পুরনিগম এলাকায় প্রতিটি বাড়িতে জল দেওয়ার একটা ব্যবস্থা কার্যকর করার চেষ্টা করা হচ্ছে। তাই আসানসোল পুরনিগমের কালাঝারিয়া ও ডিহিকার মতো পাম্প হাউসকে উন্নত করা হচ্ছে। যাতে প্রতিটি বাড়িতে পানীয়জল পৌঁছানো যায়। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা ও যাতে নির্মূল করা যায় সেজন্য স্যানিটারি বিভাগকেও সক্রিয় করা হয়েছে বলে জানান তিনি। এর পাশাপাশি বকেয়া লক্ষ্মী ভান্ডার বিধবা পেনশন ও বার্ধক্য পেনশন যত দ্রুত সম্ভব চালু করার চেষ্টা করা হচ্ছে বলে চেয়ারম্যান জানিয়েছেন।