ASANSOL

পুনর্দৃষ্টি আই এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠান, ৩৯ তম পাক্ষিক জাতীয় চক্ষুদান

বেঙ্গল মিরর আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ৩৯ তম জাতীয় আই ডোনেশন ফোর্থ নাইট বা পাক্ষিক জাতীয় চক্ষুদান উপলক্ষে শনিবার বিকেলে আসানসোলে পুনর্দৃষ্টি চক্ষু ও জেনারেল হাসপাতালের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসানসোলের সেনরেল রোডের কুমারপুরে হাসপাতালে হওয়া এদিনের অনুষ্ঠানে  চক্ষুদানকারী ও চক্ষুদান সংক্রান্ত প্রতিষ্ঠানকে সম্মান জানানো হয়।


পুনর্দৃষ্টি চক্ষু হাসপাতালের কর্ণধার প্রদ্যুত মজুমদার বলেন, রবিবার থেকে শুরু হবে ৩৯ তম পাক্ষিক জাতীয় চক্ষুদান পর্ব। এর আগে এদিন হাসপাতালের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে চক্ষুদান করা ব্যক্তি ও এই কাজের সঙ্গে যুক্ত সংগঠনদেরকে সম্মান জানানো হয়েছে। প্রদ্যুত মজুমদার আরো বলেন, চক্ষুদান অত্যন্ত মহৎ দান।  আগামী দিনে এখানে রেটিনা ও কর্নিয়া সংক্রান্ত চিকিৎসা প্রদানের চেষ্টা করা হচ্ছে। আগামীতে যাদের ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব নয় তাদের জন্য আরও বেশি সংখ্যক মানুষকে চক্ষুদানে যোগদানের আহ্বান জানাচ্ছি। যাতে দৃষ্টিহীনদেরকে নতুন জীবন দেওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *