আরজি করের ঘটনার প্রতিবাদে আসানসোলে কালচারাল এন্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের উদ্যোগে মিছিল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সোমবার কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের তরফে আসানসোলে একটি মিছিল বার করা হয়। আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে আসানসোল আদালত চত্বর থেকে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের মূর্তিতে মাল্যদান করে এই মিছিল শুরু হয়। পরে সেই মিছিল বিএনআরে রবীন্দ্র ভবনের সামনে গিয়ে শেষ হয়। এই মিছিলে সমাজের বিভিন্ন স্তরের লোকজনেরা উপস্থিত ছিলেন। তারা এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরব হন।














এই প্রসঙ্গে জিতেন্দ্র তিওয়ারি বলেন, কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে যেভাবে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার নিন্দার কোন ভাষা নেই। আজ যদি সব মানুষ একত্রিত হয়ে এই ঘটনার প্রতিবাদ না করেন, তাহলে যে কারও সঙ্গেই এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে পারে। সেই কারণেই আজ শুধু বাংলা নয়, সারাদেশ রাজপথে নেমেছে এবং দোষীদের শাস্তি দাবি করছে। অপরাধী তিনি আরো বলেন, আজকে কোনো রাজনৈতিক দলের লোকজনেরা নয়, অভিভাবকরাই তাদের মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তিনি আরো বলেন, সংগঠনটির পক্ষ থেকে ইতিমধ্যেই কলকাতার রানু ছায়া মঞ্চে এই ঘটনা নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। আজ এখানে করা হচ্ছে।







